ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

হিসাববিজ্ঞান

আয়শা আবেদিন
🕐 ৫:৩৬ অপরাহ্ণ, মে ০৯, ২০২০

আর্থিক বিবরণী
প্রশ্ন: কখন প্রত্যেক ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার প্রয়োজন হয়?
উ: নির্দিষ্ট সময়ান্তে।
প্রশ্ন: আর্থিক অবস্থার কয়টি বিষয় আছে?
উ: ২টি।
প্রশ্ন: লাভ-ক্ষতি নির্ণয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কী বলে?
উ: বিশদ আয় বিবরণী।

প্রশ্ন: সম্পদ ও দায়-দেনার পরিমাণ
জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কী বলে?
উ: আর্থিক অবস্থার বিবরণী।
প্রশ্ন: বিশদ আয়
বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীকে এক কথায় কী বলে?
উ: আর্থিক বিবরণী।
প্রশ্ন: আর্থিক বিবরণী কাকে বলে?
উ: প্রতিষ্ঠানের আর্থিক
ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়া।
প্রশ্ন: ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি কী?
উ: আর্থিক বিবরণী
প্রশ্ন: বিশদ আয় বিবরণীতে কী লিপিবদ্ধ করা হয়।
উ. মুনাফা জাতীয় আয়-ব্যয় লিপিবদ্ধ করা হয়।
প্রশ্ন: ব্যবসায়ে পণ্যের বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রীত পণ্য বাদ দিলে কী পাওয়া যায়?
উ: মোট মুনাফা।
প্রশ্ন: বিশদ আয় বিবরণকে প্রধানত কয়টি ধাপে প্রস্তুত করা হয়? উ: ৩টি।
প্রশ্ন: ক্রয় ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের পরোক্ষ আয়গুলো কী কী? উ: বাট্টাপ্রাপ্তি ও কমিশনপ্রাপ্তি।
প্রশ্ন: লাভ-ক্ষতি হিসাবের ক্রেডিট দিকে নিচের কোনটি
অন্তর্ভুক্ত হয়?
উ: শিক্ষানবিশ সেলামি।
প্রশ্ন: কোন নীতি অনুসারে মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ব্যবসায়ের একটি দায়?
উ: ব্যবসায়িক সত্তা নীতি।
প্রশ্ন: সুনাম ব্যবসায়ের একটি?
উ: স্থায়ী সম্পত্তি।
প্রশ্ন: ‘ডক চার্জ’ আর্থিক বিবরণীর কোথায় বসে?
উ: ক্রয়-বিক্রয় হিসাবে।
প্রশ্ন: ‘সুনাম ও ট্রেডমার্ক’ কী রকম সম্পত্তি?
উ: অদৃশ্যমান ও অস্পর্শনীয়।
প্রশ্ন: কোনটি অস্পর্শনীয় ও আদর্শনীয় সম্পত্তি?
উ: সুনাম।
প্রশ্ন: আর্থিক বিবরণীকে সাধারণত ভাগ করা হয়?
উ: তিনটি অংশে।
প্রশ্ন: আর্থিক বিবরণী বলতে বোঝায়?
উ: কারবারের ক্রয়-বিক্রয় ও লাভক্ষতি হিসাব এবং উদ্বৃত্তপত্র।
প্রশ্ন: উদ্বৃত্তপত্র বলতে বোঝায়?
উ: কারবারের দায় ও সম্পত্তিগুলোর বিবরণী।
প্রশ্ন: অগ্রিমপ্রাপ্ত
আয় কারবারের-
উ: দায় হিসেবে বিবেচিত হয়।
প্রশ্ন: বকেয়া খরচ বা বকেয়া ব্যয়?
উ: উদ্বৃত্তপত্রে দায়ের দিকে দেখানো হয়।
প্রশ্ন: মূলধন সঞ্চিতি দেখানো হয়?
উ: উদ্বৃত্তপত্রে দায়ের দিকে।

আয়শা আবেদিন
সহকারী অধ্যাপক, সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper