ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

পদার্থবিজ্ঞান

মো. বদরুল ইসলাম
🕐 ৫:৫৩ অপরাহ্ণ, মে ০৫, ২০২০

প্রশ্ন : তেল, মবিল এবং গ্রিজ জাতীয় পদার্থকে কী বলে?
উত্তর : লুব্রিকেন্ট।
প্রশ্ন : দেয়ালে
পেরেক স্থিরভাবে আটকে থাকে কিসের জন্য?
উত্তর : ঘর্ষণের জন্য।
প্রশ্ন : ঘর্ষণকে কী বলা হয়?
উত্তর : প্রয়োজনীয় উপদ্রব।
প্রশ্ন : গতির তিনটি
মৌলিক নীতি
কে প্রবর্তন করেন?
উত্তর : নিউটন।

প্রশ্ন : নিউটনের অমর গ্রন্থ ‘ফিলোসোফিয়া ন্যাচরালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা’ এর মূল উপজীব্য কী?
উত্তর : বস্তুর গতি।
প্রশ্ন : নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টি?
উত্তর : ৩টি।
প্রশ্ন : প্রত্যেক বস্তুর সাধারণ ধর্ম কী?
উত্তর : যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকা।
প্রশ্ন : কোনো বস্তুর জড়তা কিসের ওপর নির্ভর করে?
উত্তর : বস্তুর ভর।
প্রশ্ন : ভর কিসের পরিমাপ?
উত্তর : জড়তার।
প্রশ্ন : যে বস্তুর ভর বেশি সেই বস্তুর জড়তা কেমন?
উত্তর : বেশি।
প্রশ্ন : স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলে?
উত্তর : স্থিতি জড়তা।
প্রশ্ন : গতিশীল বস্তুর
চিরকাল গতিশীল
থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলে?
উত্তর : গতি জড়তা।
প্রশ্ন : চলন্ত বাসে ব্রেক কষলে কী হয়?
উত্তর : যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন।
প্রশ্ন : চলন্ত বাসে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
উত্তর : গতি জড়তার জন্য।
প্রশ্ন : কোন বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে?
উত্তর : মহাকর্ষ বল।
প্রশ্ন : কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে কী বলে?
উত্তর : অভিকর্ষ।
প্রশ্ন : চারটি মৌলিক বলের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল বল কোনটি? উত্তর : মহাকর্ষ বল।
প্রশ্ন : বস্তুর ভরের কারণে কোন বলের সৃষ্টি হয়?
উত্তর : মহাকর্ষ বল।
প্রশ্ন : যেসব বল অন্য বলের কোনো রূপ নয় তাদের সংখ্যা কত?
উত্তর : ৪টি।
প্রশ্ন : একটি বাক্স টেনে নেয়ার সময় বাক্সের গতির বিপরীতে কোন বলের সৃষ্টি হয়?
উত্তর : ঘর্ষণ বল।
প্রশ্ন : একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বলটি কিরূপ?
উত্তর : অস্পর্শ বল।
প্রশ্ন : যা বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বাধ্য করে তাকে কী বলে?
উত্তর : বল।
প্রশ্ন : বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করার জন্য কোনটি দায়ী?
উত্তর : ভর।
প্রশ্ন : মহাকর্ষ বলের পাল্লা কিরূপ?
উত্তর : অসীম।
প্রশ্ন : দুটি আহীত কণা
গতিশীল হলে কোন বল উৎপন্ন হয়?
উত্তর : চৌম্বক বল।

মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper