ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র

জুলহাস প্রামাণিক
🕐 ৫:৫০ অপরাহ্ণ, মে ০৫, ২০২০

জ্ঞানমূলক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা,
তোমার প্রতি শুভেচ্ছা রইল। বৈশ্বিক মহামারি করোনার প্রার্দুভাবে জীবনের এক কঠিন সময় পার করছি আমরা। এর প্রার্দুভাবে শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ। এই সময়ে ঘরে বসে অনুশীলন করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা ভালো থাকো এবং পরিবারকে ভালো রাখো। সবার জন্য সুস্বাস্থ্য ও শুভকামনা।

আজ তোমাদের জন্য পৌরনীতি ও সুশাসন প্রথমপত্রের কিছু জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরা হলো।
১. Civitas ও Civis কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?
উত্তর: ল্যাটিন ভাষার শব্দ। Civis অর্থ নাগরিক এবং Civitas অর্থ নগর রাষ্ট্র।
২. বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের স্তম্ভ কয়টি ও কি কি? 
উত্তর: চারটি। যথা : ১. দায়িত্বশীলতা
২. স্বচ্ছতা ৩. আইনি কাঠামো
৪. অংশ গ্রহণ।
৩. সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Good Governance.
৪. সুশাসন শব্দটি সর্ব প্রথম ব্যবহার করে কোন সংস্থা এবং কবে?
উত্তর : ইউনেস্কো, ১৯৮৯ সালে।
৫. পৌরনীতি কোন ধরনের বিজ্ঞান?
উত্তর : নাগরিকতাবিষয়ক বিজ্ঞান।
৬. এরিস্টটলের জন্ম-মৃত্যু কবে?
উত্তর : জন্ম : খ্রিষ্টপূর্ব-৩৮৪, মৃত্যু: খ্রিষ্টপূর্ব-৩২২ সালে।
৭. The politics, The Republic -রচয়িতার নাম লেখ।
উত্তর : The politics-এরিস্টটল,
The Republic – প্লেটো।
৮. সুশাসনের দুটি সমস্যা উল্লেখ কর।
উত্তর : দুর্নীতি ও আইনের শাসনের অভাব।
৯. ‘ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের গভীরতা দান করেছে।’ - উক্তিটি কার?
উত্তর : অধ্যাপক উইলোবি।
১০. জাতি রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা কে?
উত্তর : ম্যাকিয়াভেলী
১১. বহু দলীয় ব্যবস্থা বিদ্যমান-
উত্তর : গণতন্ত্রে।
১২. গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিংকনের সংজ্ঞাটি লিখ।
উত্তর : ‘Democracy is a government of the people, by the people and for the people.
১৩. Demos শব্দের অর্থ কি?
উত্তর : গ্রিক শব্দ। অর্থ জনগণ।
১৪. আধুনিক গণতন্ত্র হচ্ছে-
উত্তর : প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
১৫. আওয়ামী মুসলিম লীগ কবে গঠিত হয়? উত্তর : ২৩ জুন, ১৯৪৯ সালে।
১৬. বাংলাদেশের সরকার প্রধান কে?
উত্তর : প্রধানমন্ত্রী।
১৭. বাংলাদেশের রাষ্ট্র প্রধান কে?
উত্তর : রাষ্ট্রপতি।
১৮. সংদদীয় পদ্ধতিতে শাসন বিভাগকে জবাবদিহি করতে হয় কার নিকট?
উত্তর : আইন সভার নিকট।
১৯. সম্মোহনী নেতৃত্ব কী?
উত্তর : একজন নেতা যখন তার কথা বা বক্তৃতা দ্বারা সহজে অন্য কাউকে আকৃষ্ট বা অনুপ্রাণীত করতে পারেন তাকে সম্মোহনী নেতৃত্ব বলে।
২০. রাজনৈতিক দল কিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে?
উত্তর : নীতি ও আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠে।
২১. দুটি রাজনৈতিক দলের নাম লেখ।
উত্তর : আওয়ামী লীগ ও বিএনপি।
২২. সরকারের অঙ্গ কয়টি ও কি কি?
উত্তর : তিনিটি। ১. আইন বিভাগ
২. শাসন বিভাগ ৩. বিচার বিভাগ।
২৩. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উত্তর : নির্বাচকমন্ডলী।
২৪. Kratia কোন ভাষার শব্দ এর অর্থ কি?
উত্তর : গ্রিক ভাষার শব্দ। অর্থ শাসন ক্ষমতা।
২৫. ঋড়বফঁং কোন ভাষার শব্দ এর অর্থ কি? উত্তর : ল্যাটিন ভাষার শব্দ। অর্থ সন্ধি বা মিলন।
২৬. এরিস্টটল নিকৃষ্ট বা বিকৃত শাসন বলেছেন-
উত্তর : গণতন্ত্র বা জনতাতন্ত্র ।
২৭. এরিস্টটল উত্তম শাসন বলেছেন-
উত্তর : পলিটিকে।
২৮. ‘সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র’- উক্তিটি কার? উত্তর : অধ্যাপক লাস্কি।
২৯. সংদদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে? উত্তর : প্রধানমন্ত্রী।
৩০. বিচারপতিদের অবসর বয়সসীমা কত?
উত্তর : ৬৭ বছর।

জুলহাস প্রামাণিক
সহকারী অধ্যাপক, একেএম রহমত উল্লাহ কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper