ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য

আবু সাঈদ
🕐 ১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ০২, ২০২০

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. বাংলা ছোট গল্পের জনক কে?
ক. পেত্রার্ক
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মোহিতলাল মজুমদার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. কোরেশী মাগন ঠাকুর
ঘ. মরদন
৩. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
ক. নষ্টনীড়
খ. একরাত্রি
গ. জীবিত ও মৃত
ঘ. সমাপ্তি
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?
ক. টেমিং অব শ্রু
খ. মার্চেন্ট অব ভেনিস
গ. কমেডি অব এররস
ঘ. দ্যা মিডসামার নাইটস ড্রিম
৫. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
ক. পেত্রার্ক
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মোহিতলাল মজুমদার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
৬. ‘কুড়ি’ কোন শ্রেণির শব্দ?
ক. তৎসম খ. তদ্ভব
গ. দেশি ঘ. বিদেশি
৭. ‘চকলেট’ শব্দটি হল-
ক. ফরাসি
খ. মেক্সিকান
গ. ইংরেজি
ঘ. পর্তুগিজ
৮. কোন বানানগুচ্ছ শুদ্ধ?
ক. অত্যন্ত, দূরবস্থা, সলজ্জিত
খ. দক্ষিণ, ধ্বনি, কণ্ঠ
গ. ব্যবসা, অংক, মুখস্ত
ঘ. ধস, শশিভূষণ, অপরাহ্ন
৯. অহঃ+নিশ কোন নিয়মে ‘অহর্নিশ’ হয়?
ক. নিপাতনে সন্ধি
খ. দ্বন্দ্ব সমাস
গ. ব্যঞ্জন সন্ধি
ঘ. তদ্ধিত প্রত্যয়
১০. ‘বড্ড’ শব্দটি কিসের উদাহরণ?
ক. ধনাত্মক শব্দ
খ. দ্বিরুক্ত শব্দ
গ. ব্যঞ্জনাগম
ঘ. বর্ণদ্বিত্ব
১১. ‘মুখ’ শব্দটি কোন বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় না?
ক. গালমন্দ খ. সদ্ভাব
গ. মর্যাদা ঘ. দিক
১২. ‘কবেকার কথা’- এখানে ‘কবেকার’ বিশেষণটি-
ক. ক্রিয়াজাত
খ. অব্যয়জাত
গ. সর্বনামজাত
ঘ. সমাসজাত
১৩. ‘মৃত্যুঞ্জয়’-এর কীভাবে মৃত্যু হয়েছিল?
ক. অনাহারে খ. সাপের কামড়ে
গ. নৌকাডুবিতে
ঘ. জ্বরে
১৪. আপনারে বড় বলে বড় সে নয়- এখানে ‘বড়’ শব্দটির প্রকৃত অর্থ হল-
ক. ধনী খ. উদার
গ. শ্রেষ্ঠ ঘ. জ্যেষ্ঠ
১৫. ‘অনুগ্রহ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. আগ্রহ
খ. নিগ্রহ
গ. সংগ্রহ
ঘ. উপগ্রহ
১৬. যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ন্যস্ত হয় তাকে বলে-
ক. ভাববাচ্য
খ. কর্মবাচ্য
গ. কর্তৃবাচ্য
ঘ. কোনোটিই নয়
১৭. ‘সর্প’ শব্দের সমার্থক শব্দ-
ক. করী খ. ননী
গ. অম্বুধি ঘ. ফণী
১৮. ‘আজলা’ শব্দের অর্থ কী?
ক. অঞ্জলি
খ. পৃষ্ঠদেশ
গ. অবসান
ঘ. পায়ের পাতা
১৯. কোন বানানটি সঠিক?
ক. নীরিক্ষণ
খ. নীরিক্ষন
গ. নিরীক্ষণ
ঘ. নীরীক্ষণ
২০. মাংসভোজী পশু অত্যন্ত বলবান- এটি কোন ধরনের বাক্য?
ক. যৌগিক বাক্য
খ. জটিল বাক্য
গ. সরল বাক্য
ঘ. মিশ্র বাক্য
২১. বাংলা উপন্যাসের জনক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মোহিতলাল মজুমদার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২২. আনন্দমঠ কার রচনা?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মোহিতলাল মজুমদার
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২৩. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
ক. বেঙ্গল গেজেট
খ. দিগদর্শন
গ. সমাচার দর্পণ
ঘ. সংবাদ প্রভাকর

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.খ ২.খ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.গ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.ঘ ১১.খ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.গ ২০.গ। ২১.ক ২২.ক ২৩.খ।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper