ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বিজ্ঞান

ফাতেমা বেগম তমা
🕐 ১২:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

প্রশ্ন : পানিচক্র কী?
উত্তর : পানিচক্র : যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র। সূর্যের কারণেই পানিচক্র হয়।
প্রশ্ন : পানিদূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ দাও।
উত্তর : পানিদূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ নিচে দেওয়া হলো-
১. কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে সবুজ সার ব্যবহার করে আমরা পানিদূষণ প্রতিরোধ করতে পারি।
২. রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলে দূষণ রোধ করতে পারি।
৩. পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা-আবর্জনা না ফেলে অথবা সমুদ্রসৈকতে পড়ে থাকা ময়লা এবং হ্রদ কিংবা নদীতে ভাসমান ময়লা-আবর্জনা কুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি।
সুতরাং, আমরা আমাদের সচেতনতা বাড়িয়ে আমাদের কর্মকাণ্ডের পরিবর্তন করে পানিদূষণ প্রতিরোধ করতে পারি।

প্রশ্ন : অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লিখ।
উত্তর : অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় নিচে দেওয়া হলো-
ছাঁকন পদ্ধতি : ছাঁকনি বা পাতলা কাপড় দিয়ে ছেঁকে পানির ভাসমান বা অদ্রবীভূত ময়লা দূর করতে পারি।
থিতানো : নদী বা পুকুরের পানি অনেকক্ষণ রেখে দিলে পাত্রের তলায় তলানি জমে। ওপরের পানি পরিষ্কার হয়। এভাবে পানিতে থাকা ময়লা যেমন কাদা বালি ইত্যাদি এ থিতান পদ্ধতিতে নিরাপদ করা যায়।
ফুটানো : ২০ মিনিটের বেশি সময় ধরে পানি ফুটালে তা জীবাণুমুক্ত হয়।
রাসায়নিক প্রক্রিয়ায় : অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাস ইত্যাদির কারণে পানি ফুটানো সম্ভব না হলে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন- ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি পরিমাণমতো পানিতে মিশিয়ে পানিকে জীবাণুমুক্ত করা যেতে পারে। তবে আর্সেনিকযুক্ত পানি এ পদ্ধতিতে নিরাপদ করা যাবে না।
প্রশ্ন : বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়।
উত্তর : ভূপৃষ্ঠ দানা দানা মাটির কণা দিয়ে তৈরি। বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর ভূপৃষ্ঠের মাটির কণার ফাঁক দিয়ে তা থিতান পদ্ধতিতে ভূগর্ভে জমা হয়। ভূগর্ভের নিচে অদানাদার মিহি মাটির প্লেট রয়েছে। পানি তা ভেদ করে আর নিচে যেতে পারে না। বৃষ্টির পানি ভূপৃষ্ঠ ভেদ করে ভূগর্ভের ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয়। সুতরাং, বৃষ্টির পানি ভূপৃষ্ঠ শোষণ করে ভূগর্ভে পাঠিয়ে দেয়। তাই কিছুক্ষণ পর বৃষ্টির পানি অদৃশ্য হয়ে ভূগর্ভে জমা হয়।

ফাতেমা বেগম তমা, সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper