ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অষ্টম শ্রেণি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীর বরণ মাঝি
🕐 ৯:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২০

বাংলায় ইংরেজদের শাসন চলে কোন সাল পর্যন্ত?

ক) ১৭৫৭ সাল

খ) ১৮৫৭ সাল

গ) ১৯১১ সাল 

ঘ) ১৯৪৭ সাল

বাঙালি পাল রাজারা কত বছর বাংলাকে শাসন করেন?

ক) একশ বছর     

খ) দুইশ বছর 

গ) তিনশ বছর   

ঘ) চারশ বছর

কার মৃত্যুর পর একশ বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে?

ক) অশোক 

খ) শশাঙ্ক

গ) গোপাল 

ঘ) ধর্মপাল

কত সালে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে?

ক) ১২০৬ সালে

খ) ১৩৩৮ সালে     

গ) ১৫৩৮ সালে

ঘ) ১৫৭৬ সালে

বাংলায় দিল্লির মুসলিম সুলতানদের ইকলিমগুলো যে যে নামে পরিচিত ছিল

ক. লখনৌতি

খ. সাতগাঁও

গ. সোনারগাঁও

নিচের কোনটি সঠিক?

ক) ক ও খ   খ) ক ও গ 

গ) খ ও গ      ঘ) ক, খ ও গ

কত সালে ভাস্কো-দা-গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান?

ক) ১৩৯৮ সালে     

খ) ১৪৯৮ সালে     

গ) ১৬৪৮ সালে     

ঘ) ১৬৮০ সালে

১৬৮২ সালে ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে হুগলিতে আসেন

ক) উইলিয়াম হেজেজ 

খ) ওয়ারেন হেস্টিংস  

গ) লর্ড কর্নওয়ালিস  

ঘ) লর্ড হার্ডিঞ্জ

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৭৫৬ সালে মাত্র ২২ বছরে ‘ক’ বাংলার নবাব হন কিন্তু ১৭৫৭ সালেই তিনি ইংরেজদের কাছে পরাজিত ও নিহত হন।

কোন যুদ্ধের মাধ্যমে উদ্দীপকে বর্ণিত ‘ক’ -এর পতন ঘটে?

ক) বক্সারের যুদ্ধ   

খ) পলাশীর যুদ্ধ

গ) পানিপথের যুদ্ধ   

ঘ) সিপাহি বিদ্রোহ

উক্ত যুদ্ধে তার পরাজিত হওয়ার কারণ

ক. বড় খালা ঘসেটি বেগমের ষড়যন্ত্র

খ. সিপাহসালার মীরজাফর আলী খানের ষড়যন্ত্র

গ. বণিক শ্রেণির ষড়যন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক) ক ও খ      খ) ক ও গ

গ) খ ও গ    ঘ) ক, খ ও গ

১০। ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কত সালে হয়?

ক) ১০৭৬    খ) ১১৭৬ 

গ) ১২৭৬     ঘ) ১৩৭৬

১১১৭৭০ সালের দুর্ভিক্ষের কারণ

ক. দ্বৈতশাসন

খ. তিন বছরের অনাবৃষ্টি

গ. চিরস্থায়ী বন্দোবস্ত চালু

নিচের কোনটি সঠিক?

ক) ক ও খ      খ) ক ও গ    

গ) খ ও গ ঘ) ক, খ ও গ

১২১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয়

ক) কলকাতা মাদরাসা 

খ) সংস্কৃত কলেজ    

গ) কলকাতা বিশ্ববিদ্যালয় 

ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়

১৩বঙ্গভঙ্গ কবে হয়েছিল?

ক) ১৯০৩ সালে

খ) ১৯০৫ সালে

গ) ১৯০৬ সালে

ঘ) ১৯১১ সালে

 

সুধীর বরণ মাঝি, শিক্ষক

হাইমচর সরকারি মহাবিদ্যালয় চাঁদপুর।

 

উত্তর : ১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ ১৩. খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper