ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অষ্টম শ্রেণি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বিজ্ঞান

মোস্তাফিজুর রহমান
🕐 ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

১। মাইটোসিস কোষ বিভাজনের স্বল্পস্থায়ী ধাপ-
ক) প্রোফেজ
খ) অ্যানাফেজ
গ) টেলোফেজ
ঘ) প্রো-মেটাফেজ

২। মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডলযন্ত্র গঠিত হয়?

ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

৩। স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে কী বলে?
ক) আকর্ষণ তন্তু
খ) স্পিন্ডল তন্তু
গ) ট্রাকশন তন্তু
ঘ) অ্যাস্টার তন্তু

৪। মাইটোসিস প্রক্রিয়ার একটি ধাপ যেখানে ক্রমোজমগুলো বিষুবীয় অঞ্চলে আসে এবং সবচেয়ে মোটা ও খাটো দেখায়। ধাপটির নাম কী?
ক) মেটাফেজ
খ) টেলোফেজ
গ) অ্যানাফেজ
ঘ) প্রোফেজ

৫। ক্রমোজমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

৬। মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ কোনটি?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

৭। সপুষ্পক উদ্ভিদে মিয়োসিস ঘটে কোথায়?
ক) ডিম্বাশয়ে
খ) ডিম্বাণুতে
গ) পরাগধানীতে
ঘ) পরাগরেণুতে

৮। জিনতত্ত্বের জনক কে?
ক) অ্যারিস্টটল
খ) জন রে
গ) ক্যারোলাস লিনিয়াস
ঘ) গ্রেগর জোহান মেন্ডেল

৯। কোনটি মানুষের চামড়ার রং ও চুলের রং নিয়ন্ত্রণ করে?
ক) সেন্ট্রোমিয়ার
খ) নিউক্লিওলাস
গ) ডিএনএ
ঘ) আরএনএ

১০। জিন নিয়ন্ত্রণ করে-
i. মানুষের চোখের রং
ii. চুলের প্রকৃতি
iii. চামড়ার রং
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

১১। কোনটিতে ডিএনএ থাকে না?
ক) ব্যাকটেরিয়া খ) ঞগঠ
গ) ভাইরাস
ঘ) ঊ.পড়ষর

১২। জীবের বংশগতির বৈশিষ্ট্যের বাহক কোনটি?
ক) গলজি বস্তু
খ) ক্রমোজম
গ) সেন্ট্রোজোম
ঘ) জিন

১৩। কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?
ক) জিন
খ) ডিএনএ
গ) আরএনএ
ঘ) ক্রমোজম

১৪। মানুষের প্রতিটি দেহকোষে কতটি ক্রমোজম থাকে?
ক) ৪০টি খ) ৪৪টি
গ) ৪৬টি ঘ) ৪৮টি

মোস্তাফিজুর রহমান
সাবেক শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

উত্তর : ১. ঘ ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper