ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

জীববিজ্ঞান

সরওয়ার হোসেন
🕐 ২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

উদ্দীপক : প্রচণ্ড মাথা ব্যাথার কারণে উপমা জ্ঞান হারিয়ে ফেলল। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তার সিটিস্ক্যান করতে বললেন। এ অবস্থা দেখে উপমার বাবাও বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করলেন। ডাক্তার তার জন্য ইসিজি করার পরামর্শ দিলেন।

ক. MRI-এ চৌম্বক ক্ষেত্র কী করে?

খ. MRI-বলতে কী বোঝায়?

গ. ডাক্তার উপমার জন্য যা করতে বললেন তা কীভাবে কাজ করে ব্যাখ্যা কর।

ঘ. মেয়ে ও বাবার জন্য ডাক্তার ভিন্ন ধরনের পারমর্শ দিলেন কেন? যুদ্ধিসহ মতামত দাও।

উ. ক. মানব শরীরের পানিকে বিশেষ পদ্ধতিতে

চৌম্বকায়িত করে।

উ. খ. MRI (Magnetic Resonance Imaging)হল একটি কৌশল যা শরীরের যে কোনো অঙ্গের (বিশেষ করে নরম বা সংবেদনশীল) তার পরিস্কার ও বিস্তারিত ছবি তুলতে পারে। এটি যে কোনো অঙ্গের জন্য ব্যবহার করা হলেও মস্তিষ্ক, পেশি, যোজক কলা এবং টিউমার শনাক্ত করার ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়।

উ. গ. ডাক্তার উপমাকে সিটিস্ক্যান করতে বললেন। আলোর প্রতিসরণের সঙ্গে জ্যামিতিক হিসেবের মাধ্যমে দ্বিমাত্রিক ছবিগুলোকে এখানে ত্রিমাত্রিক করা হয়।

ধাপগুলো হল-

i. এক্স-রেতে একটি রশ্মি ছোঁড়া হয় কিন্তু সিটিস্ক্যানে একটির পরিবর্তে একগুচ্ছ রশ্মি ছোঁড়া হয়।

ii. এ রশ্মিগুলো একটি অক্ষরে কেন্দ্র করে বিভিন্ন দিক নিক্ষেপ করে ছবি তোলে।

iii. দ্বিমাত্রিক এ ছবিগুলোর গাণিতিক হিসাবের মাধ্যমে ত্রিমাত্রিক রূপ দেওয়া হয়।

iv. ফলে কোনো বস্তুর অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা হয়।

উ. ঘ. মেয়ের মাথাব্যাথার জন্য সিটিস্ক্যান এবং বাবার জন্য ইসিজি করতে বলেন ডাক্তার। মস্তিষ্কের ভেতর অনেক সূক্ষ্ম স্থান যা বোঝার জন্য CT Scan বা computed Tomo graphy Scan অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটিস্ক্যানের মাধ্যমে কোনো পেশি বা অস্থির স্থান পরিবর্তন, অস্থির টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিখুঁতভাবে জানা যায়। মাথায় কোনো আঘাতে মাস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কিনা তা বোঝার জন্য সিটিস্ক্যান করা হয়। অন্যদিকে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম হচ্ছে অত্যন্ত সহজ, ব্যাথাবিহীন একটি পরীক্ষা যার মাধ্যমে হৃদপিণ্ডের বর্তমান বা পূর্বের সমস্যা বোঝা যায়। এর মাধ্যমে হৃদপি- সঠিকভাবে কাজ করছে কিনা তা বোঝা যায়। মেয়ের সমস্যা মাথায় এবং বাবার সমস্যা হৃদপিণ্ডে হওয়ায় সমস্যা সমাধানে দুই ধরনের পদ্ধতি দিয়ে ডাক্তার সমস্যা নির্ণয়ের পরামর্শ দিলেন।

সিনিয়র শিক্ষক

সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper