ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ১২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

১. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়-
ক. তিনটি খ. চারটি
গ. ছয়টি ঘ. সাতটি
২. নিম্নের কোন দেশটি স্থলবেষ্টিত নয়?
ক. আফগানিস্তান খ. লাওস
গ. ইরান ঘ. মঙ্গোলিয়া

৩. বহির্বিশ্বের কোন দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
ক. মিয়ানমার
খ. নেপাল
গ. মিসর
ঘ. সিয়েরালিয়ন
৪. পদ্মানদী মেঘনার সঙ্গে মিলিত হয়েছে-
ক. চাঁদপুরের কাছে
খ. মাদারীপুরের কাছে
গ. ভৈরবের কাছে
ঘ. গোয়ালন্দের কাছে
৫. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
৬. কোন দিল্লি সুলতানের আমলে ইবনে বতুতা ভারতে আসেন?
ক. গিয়াসউদ্দীন বলবন
খ. ইলতুৎমিশ
খ. ফিরোজ শাহ তুঘলক
ঘ. মোহাম্মদ বিন তুঘলক
৭. গ্রিসের দার্শনিক নন-
ক. এরিস্টটল খ. প্লেটো
গ. ভলতেয়ার ঘ. সক্রেটিস
৮. নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে?
ক. কারাগার
খ. নীলদর্পণ
গ. কবর
ঘ. সিরাজউদ্দৌলা
৯. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ খ. ১৯৭৩
গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
১০. বাংলাদেশের কোথায় শীতল ঝরনার পাহাড় আছে?
ক. হিমছড়ি খ. জাফলং
গ. গারো পাহাড় ঘ. মহেশখালী
১১. শহীদ আসাদ দিবস পালিত হয় কবে?
ক. ১৫ জানুয়ারি
খ. ২০ জানুয়ারি
গ. ২৫ জানুয়ারি
ঘ. ৩০ জানুয়ারি
১২. ফোর্থ এস্টেট বলতে কী বোঝায়?
ক. সম্পত্তি
খ. সংবাদপত্র
গ. ক্ষমতা
ঘ. রাজনীতি
১৩. এ পর্যন্ত কতবার বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে?
ক. ১৭ বার খ. ১২ বার
গ. ১৩ বার ঘ. ১৪ বার
১৪. নারিকেলবাড়িয়া কোন নেতার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল?
ক. হাজি শরীয়ত উল্লাহ
খ. দুদুমিয়া
গ. টিপু সুলতান
ঘ. তিতুমীর
১৫. কোন সংস্থা ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ ঘোষণা করেছে?
ক. WTO খ. WHO
গ. UNEP ঘ. UNESCO
১৬. যুক্তরাষ্ট্রে কোন প্রেসিডেন্ট দাসপ্রথা বিলুপ্ত করেন?
ক. জন এফ কেনেডি
খ. জর্জ ওয়াশিংটন
গ. উড্রো উইলসন
ঘ. আব্রাহাম লিংকন
১৭. নিম্নের কোনটি পরোক্ষ কর?
ক. মূল্য সংযোজন কর
খ. সম্পত্তি কর
গ. দান কর ঘ. আয়কর
১৮. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়?
ক. ব্যাংকক খ. হংকং
গ. ম্যানিলা ঘ. চিলি
১৯. নিম্নের কোনটি মুদ্রাস্ফীতির কারণ হতে পারে?
ক. অর্থের জোগান বৃদ্ধি
খ. উদ্বৃত্ত বাজেট
গ. উৎপাদন বৃদ্ধি
ঘ. ব্যাংক ঋণের সংকোচন
২০. বাংলাদেশের মাঠ প্রশাসন কয় স্তর বিশিষ্ট?
ক. তিন খ. চার
গ. ছয় ঘ. সাত

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. গ ১০. ক ১১. খ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper