ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন

ফিন্যান্স ও ব্যাংকিং

মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
🕐 ১১:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

১. জনাব আরিফ বাটা কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটির উৎপাদন বৃদ্ধির জন্য তিনি সম্প্রতি ভাড়া পরিশোধের চুক্তিতে একটি নতুন মেশিন সংযোজন করেন। প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণের জন্য বৃহৎ তহবিলের প্রয়োজন। জনাব আরিফ এই তহবিলের উৎস নির্ধারণের জন্য বিভিন্ন দিক বিবেচনা করছেন।

ক. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কোনটি? ১
খ. তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলো জনপ্রিয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. নতুন মেশিন সংযোজনে জনাব আরিফ অর্থায়নের উৎস ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. জনাব আরিফ ব্যবসায় সম্প্রসারণের জন্য অর্থায়নের উৎস নিবার্চনে কোন বিষয়সমূহ বিবেচনা করবেন? ব্যাখ্যা কর। ৪
২. একমি কোম্পানি বর্তমান বছর শেয়ারপ্রতি ২০ টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানিটির অনুমিত লভ্যাংশ বৃদ্ধির হার ১০%। কোম্পানির প্রতি শেয়ারের বর্তমান বাজার মূল্য ২১০ টাকা ও বাজার খরচ ১০ টাকা।
ক. কাম্য ঋণ নীতি কী? ১
খ. মূলধন মিশ্রণ বলতে কী বোঝায়? ২
গ. ৪র্থ বছর পর প্রত্যাশিত লভ্যাংশ কত টাকা হবে? নির্ণয় কর। ৩
ঘ. কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় কর। ৪
৩. দোয়েল ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং ব্যবসায়ীদের যাদের অর্থের ঘাটতি আছে তাদের ঋণ দেয়।
কিন্তু যার ফলে গ্রাহক অসন্তুষ্টি ঘটে না। অপরদিকে ব্যাংকটি ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা ও পর্যাপ্ত জামানত রেখে মঞ্জুর করে।
ক. BDBL কোন ধরনের
ব্যাংক? ১
খ. অধীনস্থ ব্যাংক বলতে কী বোঝায়? ২
গ. দোয়েল ব্যাংক কোন নীতি অনুসরণ করার ফলে গ্রাহক সন্তুষ্টি বজায় ছিল? ব্যাখ্যা কর। ৩
ঘ. দোয়েল ব্যাংক ঋণ প্রদানের সময় যে সকল বিষয় বিবেচনা করেছে তা ব্যাংকিং ব্যবসায় কোন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর। ৪
৪. মিসেস রাবেয়া আক্তার একজন বেসরকারী চাকুরিজীবি। তিনি বেতন হতে কিছু পরিমাণ অর্থ মাঝে মাঝে তাঁর ব্যাংক হিসাবে জমা করেন। কয়েক বছর পর তিনি ব্যাংক হিসাবে জমানো টাকাগুলো একত্রে অন্য একটি ব্যাংক হিসাবে আরো লাভজনক খাতে দীর্ঘমেয়াদের ভিত্তিতে রাখা যায় কিনা তা ভাবলেন।
সে মোতাবেক তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে একটি অধিক লাভজনক ব্যাংক হিসাবে জমা রাখতে পরামর্শ পেয়েছেন।
ক. এনি ব্রাঞ্চ ব্যাংকিং কী? ১
খ. কোন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের জন্য ব্যাংকে হিসাব থাকার আবশ্যকতা নেই। ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে মিসেস রাবেয়া আক্তার প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খুলেছিলেন? বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত মিসেস রাবেয়া আক্তারের দ্বিতীয় পর্যায়ে হিসাব খোলার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪

মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper