ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথমপত্র

সৈয়দা শায়লা ইসলাম
🕐 ১১:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

প্রশ্ন : স্বাধীন প্রকল্প কী?
উত্তর : স্বাধীন প্রকল্প হলো সেসব প্রকল্প, যেখানে একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সঙ্গে সম্পর্কিত নয় বা স্বাধীন।
প্রশ্ন : পরস্পর বর্জনশীল প্রকল্প কী?
উত্তর : পরস্পর বর্জনশীল প্রকল্প হলো সেই সব প্রকল্প, যেগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে অর্থাৎ একটি গ্রহণ করা হলে অন্য প্রকল্পটি অবশ্যই বাতিল হবে।

প্রশ্ন : আন্তঃআয়ের হার কী?
উত্তর : যে বাট্টার হারে একটি প্রকল্পের নিট বর্তমান মূল্য শূন্য হয় তাকে আন্তঃআয়ের হার বলে।
প্রশ্ন : অনিশ্চয়তা কী?
উত্তর : ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে।
প্রশ্ন : বার্ষিক বৃত্তি কী?
উত্তর : নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের জমা দেওয়া হলে বা পাওয়া গেলে তাকে বার্ষিক বৃত্তি বলে।
প্রশ্ন : দত্তাংশ বা অনুদান প্রান্ত কী?
উত্তর : বিক্রয়মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে যা থাকে তাকে দত্তাংশ বা অনুদান প্রান্ত বলে।
প্রশ্ন : নিরাপত্তা প্রান্ত কী?
উত্তর : ব্রেক-ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রি যে পরিমাণ বেশি হয় তা হলো নিরাপত্তা প্রান্ত।
প্রশ্ন : ট্রেজারি বিল কী?
উত্তর : সরকারের স্বল্পমেয়াদি অর্থের প্রয়োজন মেটানোর জন্য অবহারে যে দলিল ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করে তাকে ট্রেজারি বিল বলে।
প্রশ্ন : আর্থিক বাজার কী?
উত্তর : যে বাজারে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ (ট্রেজারি বিল, শেয়ার, বন্ড ইত্যাদি) কেনাবেচা করা হয় তাকে আর্থিক বাজার বলে।
প্রশ্ন : অনুপাত বিশ্লেষণ কী?
উত্তর : যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক অনুপাত নির্ণয়, এর ব্যাখ্যা ও বিশ্লেষণকে অনুপাত বিশ্লেষণ বলে।
প্রশ্ন : মূলধন বা পুঁজিবাজার কী?
উত্তর : যে বাজারে এক বছরের অধিক অর্থাৎ দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ (শেয়ার, বন্ড ইত্যাদি) কেনাবেচা করা হয় তাকে মূলধন বা পুঁজিবাজার বলে।
প্রশ্ন : অর্থ বা মুদ্রাবাজার কী?
উত্তর : যে বাজারে এক বছর বা কম অর্থাৎ স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র ইত্যাদি কেনাবেচা করা হয় তাকে অর্থ বা মুদ্রাবাজার বলে।
প্রশ্ন : বাণিজ্যিক পত্র কী?
উত্তর : বাজারে যথেষ্ট সুনাম রয়েছে এমন কোম্পানিগুলো স্বল্পমেয়াদি তহবিলের জন্য অবহারে যে জামানতবিহীন দলিল ইস্যুর মাধ্যমে ঋণ গ্রহণ করে তাকে বাণিজ্যিক পত্র বলে।
প্রশ্ন : চলতি অনুপাত কী?
উত্তর : চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাতই হলো চলতি অনুপাত।
প্রশ্ন : স্বল্পমেয়াদি অর্থায়ন কী?
উত্তর : এক বছর বা তার কম সময়ের জন্য যে অর্থ বা তহবিল সংগৃহীত হয় তাকে স্বল্পমেয়াদি অর্থায়ন বলে।
প্রশ্ন : করপোরেট বন্ড কী?
উত্তর : বিভিন্ন কোম্পানি বা করপোরেশন তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য যখন বন্ড ইস্যু করে তখন তাকে করপোরেট বন্ড বলে।
প্রশ্ন : ট্রেজারি বন্ড কী?
উত্তর : সরকার কর্তৃক দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ইস্যুকৃত বন্ডকে বলে ট্রেজারি বন্ড।
প্রশ্ন : ব্যবসায় ঋণ কী?
উত্তর : পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে বাকিতে পণ্য কেনাবেচার মাধ্যমে সৃষ্ট ঋণকে ব্যবসায় ঋণ বলে।
সৈয়দা শায়লা ইসলাম
প্রভাষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper