ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য

আবু সাঈদ
🕐 ১:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

১. ‘আদ্যোপান্ত’ এর সন্ধিবিচ্ছেদ হলো-
ক) আদ্য+উপান্ত
খ) আদি+পান্ত
গ) আদ্য+পান্ত
ঘ) আদি+পন্ত

২. নিম্নের কোন্ শব্দটি অন্যগুলা থেকে আলাদা?

ক) বিধবা খ) সজনি
গ) ললনা ঘ) ননদ

৩. ‘অতিমাত্র’ সমাসবদ্ধ শব্দের ব্যাসবাক্য-
ক) অতি ও মাত্র
খ) অত্যন্ত মাত্রা যা
গ) মাত্রাকে অতিক্রান্ত
ঘ) না অতি না মাত্রা

৪. ‘সর্বাঙ্গ দংশিল মোর-নাগবালা’ এ বাক্যে ‘নাগবালা’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে শূন্য
খ) কর্তায় শূন্য
গ) করণে শূন্য
ঘ) অপাদানে শূন্য

৫. ‘সূর্য’ এর সমার্থক শব্দ কোনটি?
ক) অবাচী খ) অর্ণব
গ) সবিতা
ঘ) কুমুদরঞ্জন

৬. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’- এক কথায় কী হবে?
ক) সংবর্ধনা খ) অভিনন্দন
গ) সম্মাননা
ঘ) প্রত্যুদগমন

৭. ‘ত্রিশঙ্ক দশা’ মানে-
ক) বিপর্যস্ত হওয়া খ) অবাক হওয়া
গ) দোটানা অবস্থা হওয়া
ঘ) হতবুদ্ধি হওয়া

৮. ‘On that question I must part company with you’ -এর বাংলা
ক) ওই প্রশ্নে আমি অবশ্যই তোমার সঙ্গে ভিন্নমত পোষণ করব
ক) ওই বিবেচনায় আমি অবশ্যই তোমার সঙ্গে কোম্পানিটুকু ভাগ করে নেব
গ) ওই কারণে আমি অবশ্যই তোমার সঙ্গ ত্যাগ করব
ঘ) ওই প্রশ্নে আমি নিশ্চয়ই তোমার বিরুদ্ধে যাব

৯. ‘সন্নিকৃষ্ট’ এর বিপরীত শব্দ-
ক) সংকীর্ণ খ) অপকৃষ্ট
গ) বিপ্রকৃষ্ট ঘ) বিগ্রহ

১০. ভাষার মৌলিক অংশ কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি

১১. ‘তেজস্বী’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়?
ক) তেজঃ+বিন
খ) তেজঃ+বী
গ) তেজস+বিন
ঘ) তেজস+বী

১২. ‘হুজুর’ শব্দের স্ত্রীবাচক কোনটি?
ক) হুজুরিনী খ) হুজুরাইন
গ) হুজুরানী
ঘ) হুজুরুঈন

১৩. ‘কচুকাটা’র সঠিক ব্যাসবাক্য-
ক) কচুর মতো কাটা
খ) কচুকে কাটা গ) কচু ও কাটা
ঘ) কচুকাটা

১৪. শুক্রবার স্কুল বন্ধ থাকে। বাক্যটিতে শুক্রবার কোন কারক?
ক) কর্তৃক খ) কর্ম
গ) অধিকরণ ঘ) করণ

১৫. ‘বিবর্ধন’ শব্দের সমার্থক শব্দ-
ক) উপদ্রব খ) উন্মাদ
গ) উদগ্রীব ঘ) উজ্জ্বল

১৬. ঈষৎ আমিষ গন্ধ যার-
ক) আঁষটে খ) ঈদৃশ
গ) আকণ্ঠ ঘ) আমষ্ট

১৭. ‘ম-ম করা’ বাগধারার অর্থ-
ক) দুর্গন্ধে ভরে যাওয়া
খ) মাছি বসা
গ) আবর্জনায় ভরে যাওয়া
ঘ) পূর্ণ হওয়া

১৮. He will make a good player-এর বাংলা অর্থ-
ক) সে ভালো খেলবে
খ) সে ভালো খেলোয়াড় তৈরি করবে
গ) সে ভালো খেলোয়াড় হবে
ঘ) সে একজন ভালো খেলোয়াড়

১৯. ‘পঙ্কিল’ এর বিপরীত শব্দ-
ক) পরিচ্ছন্ন খ) উজ্জ্বল
গ) নির্মল ঘ) অম্লান

২০. যেখানে কমা অপেক্ষা অধিক বিরাম আবশ্যক সেখানে কোন্ চিহ্ন ব্যবহার করা হয়?
ক) কোলন খ) ড্যাশ
গ) সেমিকোলন ঘ) দাঁড়ি

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. ক, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. গ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. ক, ১২. খ, ১৩. ক, ১৪. গ,১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper