ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

১. বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
ক. ১৯৮২ খ. ১৯৮৫
গ. ১৯৮৮ ঘ. ১৯৭৯
২. জাতিসংঘ মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. পর্তুগাল খ. দক্ষিণ কোরিয়া
গ. জাপান ঘ. ঘানা
৩. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? ক. লর্ড ক্লাইভ
খ. ডালহৌসি
গ. ওয়েলেসলী
ঘ. জব চার্নিক

৪। এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
ক) জার্মানি
খ) সুইজারল্যান্ড
গ) ফ্রান্স ঘ) অস্ট্রিয়া
৫. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?
ক. জানুয়ারি, ১৯৬৮
খ. মার্চ, ১৯৬৮
গ. এপ্রিল, ১৯৬৮
ঘ. মে, ১৯৬৮
৬. পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
ক) রাশিয়া খ) বাংলাদেশ
গ) ভারত ঘ) চীন
৭. কোন দেশটি কখনো উপনিবেশ ছিল না?
ক) মিয়ানমার খ) মালয়েশিয়া
গ) লাওস ঘ) থাইল্যান্ড
৮. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক-
ক. লর্ড ক্লাইভ
খ. লর্ড ওয়েলেসলী
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড বেন্টিঙ্ক
৯. পোল্যান্ডের মুদ্রার নাম কী?
ক) পেসো খ) ইউরো
গ) রুবল ঘ) জলোটি
১০. সোকোত্রা দ্বীপটির মালিকানা কোন দেশের?
ক) সৌদি আরব
খ) সংযুক্ত আরব আমিরাত
গ) ইয়েমেন ঘ) ইরান
১১. নিচের কোনটি নগররাষ্ট্র?
ক) পানামা
খ) কোস্টারিকা
গ) মালদ্বীপ ঘ) সিঙ্গাপুর
১২. বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
ক) জিম্বাবুয়ে
খ) ভেনেজুয়েলা
গ) দক্ষিণ সুদান
ঘ) সিরিয়া
১৩. নিচের কোন দেশটির সঙ্গে সর্বাধিক রাষ্ট্রের সীমানা রয়েছে?
ক) ভারত খ) রাশিয়া
গ) চীন ঘ) সৌদি আরব
১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ভিসি কে ছিলেন?
ক) স্যার মাহমুদ হোসেন
খ) পিজে হার্টস
গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ) স্যার এ এফ রহমান
১৫. কোনটি ভূ-বেষ্টিত সাগর?
ক) বঙ্গোপসাগর
খ) লোহিত সাগর
গ) পারস্য উপসাগর
ঘ) কাস্পিয়ান সাগর
১৬. নিচের কোনটি স্ক্যানডিনেভিয়ান দেশ নয়?
ক) আইসল্যান্ড
খ) ফিনল্যান্ড
গ) ডেনমার্ক ঘ) লাটভিয়া
১৭. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
ক. অশোক মৌর্য
খ. চন্দ্রগুপ্ত মৌর্য্য
গ. সমুদ্র গুপ্ত
ঘ. এর কোনটিই না
১৮. ডেনমার্কের রাজধানী কোনটি?
ক) কাম্পালা
খ) ওয়াগাডোগো
গ) হেলসিংকি
ঘ) কোপেনহেগেন?
১৯. যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?
ক. ভারত ও ভুটান
খ. ভারত ও মালদ্বীপ
গ. ভারত ও নেপাল
ঘ. ভারত ও মায়ানমার
২০. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
ক. ৭ মার্চ, ১৯৭৩
খ. ৫ মার্চ, ১৯৭৩
গ. ৬ মার্চ এপ্রিল, ১৯৭৩
ঘ. ১১ এপ্রিল, ১৯৭৩

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.গ, ২.ক, ৩.ঘ, ৪.ঘ, ৫.ক, ৬.ঘ, ৭.ঘ, ৮.খ, ৯.ঘ, ১০.গ, ১১.ঘ, ১২.খ, ১৩.গ, ১৪.ঘ, ১৫.ঘ, ১৬.ঘ, ১৭.খ, ১৮.ঘ, ১৯.ঘ, ২০.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper