ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিয়ম মেনে পরীক্ষা দেবে

এসএসসি পরীক্ষা-২০২০

আজাদুর রহমান
🕐 ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। এটি তোমাদের জীবন গড়ার সবচেয়ে টার্নিং পরীক্ষা। তাই এই পরীক্ষার গুরুত্ব সর্বাধিক। পরীক্ষায় সাধারণত দেখা যায় গণিত, ইংরেজিতে বেশি ফেল করে। বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা খারাপ করে রসায়ন, পদার্থ ও উচ্চতর গণিতে। আর মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেশি ফেল করে ভূগোল ও পরিবেশ ইতিহাস এবং অর্থনীতিতে। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা খারাপ করে হিসাববিজ্ঞান, ফিন্যান্স, পরিসংখ্যান, অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে।

তাই এসব বিষয়ে বিভাগ অনুযায়ী ছাত্র-ছাত্রীদের বেশি নজর ও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। নিম্নের বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে।

১. এখন থেকে বাসায় পুরো বই রিভিশন দেবে। যেসব প্রশ্ন কঠিন মনে হবে সেগুলোকে বারবার পড়ে আয়ত্তে আনবে।
২. বাসায় একা একা বেশ কয়েক সেট মডেল পরীক্ষা দেবে। যেসব বিষয় কঠিন মনে হবে সেগুলোতে বেশি মডেল টেস্ট দেবে।
যদি সম্ভব হয় তবে যেখানে অনেক ছাত্রছাত্রী মডেল টেস্ট দেয় সেখানে মডেল টেস্ট দিয়েও নিজের মেধা যাচাই করতে পার।
৩. মেইন বই পুরো রিভিশন দেবে এতে করে যে কোনো ধরনের প্রশ্ন এলে উত্তর দিতে পারবে। মেইন বই পড়লে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো সবচেয়ে ভালোভাবে উত্তর দিতে পারবে এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরও ভালোভাবে দিতে পারবে।
৪. পরীক্ষার খাতায় ঘষামাজা কালি লেপ্টানো করে লিখবে না।
কোনো কিছু কাটতে হলে একটান দিয়ে কেটে শুদ্ধটি লিখবে। উত্তর যত কম কাটা যায় ততই ভালো।
৫. পরীক্ষার প্রশ্নগুলো সাধু ও চলিত ভাষা মিশ্রণ করে লিখবে না, যে কোনো একটি ভাষায় লিখবে।
৬. যেসব বিষয়ে চিত্র, মানচিত্র, সাংকেতিক চিহ্ন, তালিকা সূচি, চার্ট, ডায়াগ্রাম ইত্যাদি আঁকা প্রয়োজন সেগুলো অবশ্যই আঁকবে তবেই অধিক নম্বর পাবে। চিত্র হল কোনো কোনো বিষয়ের অলঙ্কার তাই এটি ছাড়া সুন্দর উত্তর হয় না ও ভালো নম্বর পাওয়া যায় না। ভূগোল, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস, পরিসংখ্যান, জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন ইত্যাদি বিষয়ে এসব চিত্র আঁকা অবশ্যই কর্তব্য।
৭. পরীক্ষার প্রশ্নোত্তরের জন্য বিভিন্ন রঙের সাইন পেন ব্যবহার করে হেডিং ও সাব হেডিংগুলোকে আন্ডারলাইন করতে পার, তবে সে লাল বা লালজাতীয় কালি ব্যবহার না করাই ভালো। বিশেষ করে সবুজ, কালো, নীল, গোলাপি ইত্যাদি ধরনের কালি ব্যবহার করা যেতে পারে।
৮. পরীক্ষার প্রশ্নের উত্তর বেশি বড় না বেশি ছোট করে না লিখে সময় অনুপাতে উত্তর দেবে।
৯. প্রশ্নে যা চাওয়া হয়েছে তার উত্তরই সঠিকভাবে লিখে দেবে অযথা প্রশ্নোত্তর বড় বা ছোট করে লেখার দরকার নেই।
উত্তরের মধ্যে যাতে পরীক্ষক সঠিক বা পারফেক্ট উত্তরটুকু খুঁজে পায় তার ব্যবস্থা করবে।
১০. কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষর্থী আসন গ্রহণ করবে না হলে পরীক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাই প্রতিদিন পরীক্ষার হলে কমপক্ষে ৪৫ মিনিট আগে যাবে।
১১. প্রশ্নোত্তর প্যাঁচানো হাতের লেখা লিখবে না এবং বেশি ছোট আকারে বা বেশি বড় অক্ষরে লিখবে না।

আজাদুর রহমান, প্রভাষক
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper