ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ১২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

১. ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি?
ক. তেহেরিক-ই-ইনসাফ
খ. পাকিস্তান মুসলিম লীগ
গ. পাকিস্তান পিপলস্ পার্টি
ঘ. ন্যাপ
২. বান্দা আচেহ কোথায়?
ক. ইন্দোনেশিয়া খ. ভারত
গ. ফিলিপাইন
ঘ. মালেশিয়া

৩. জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৮ সালে
৪. ‘বেলফোর’ ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পকির্ত?
ক. পাকিস্তান
খ. কসোভো
গ. ইসরায়েল
ঘ. কিউবা
৫. ‘WMD’-এর পূর্ণ রূপ কী?
ক. ওয়াটার ম্যানেজমেন্ট ডিপাটের্মন্ট
খ. ওয়ার অব মাস ডেস্ট্রাকশন
গ. উইপন্স অব ম্যাস ডেস্ট্রাকশন
ঘ. ওয়াল্ডর্ মাস ডেভেলপমেন্ট
৬. দক্ষিণ সুদানের রাজধানীর নাম কী?
ক. জুবা খ. মালাকান
গ. টরিট ঘ. ওয়ারাপ
৭. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
ক.রাজশাহী খ.পাবনা
গ.বগুড়া ঘ. সিরাজগঞ্জ
৮. ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
ক. বালির্ন
খ. প্যারিস
গ. ফ্রাঙ্কফুট
ঘ. জেনেভা
৯. ‘স্যান্ডহাস্টর্’ হচ্ছে একটি-
ক. নৌ একাডেমি
খ. সামরিক একাডেমি
গ. বিমান একাডেমি
ঘ. মেরিন একাডেমি
১০. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক) লৌহ খ) ইউরেনিয়াম
গ) প্লুটোনিয়াম
ঘ) নেপচুনিয়াম
১১. ঘঅঞঙ কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৭ সালের ৪ আগস্ট
খ. ১৯৪৯ সালের ৪ এপ্রিল
গ. ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি
ঘ. ১৯৫১ সালের ৪ মে
১২. বি-৫২ কী?
ক. এক ধরনের যাত্রীবাহী বিমান
খ. এক বিশেষ ধরনের হেলিকপ্টার
গ. এক ধরনের বোমারু বিমান
ঘ. এক ধরনের ক্ষেপণাস্ত্র
১৩. সমুদ্র বন্দরের জন্য কয়টি বিপদ সংকেত প্রদান করা হয়?
ক. ৬ খ. ৮
গ. ১০ ঘ. ৪
১৪. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?
ক. ইয়েন খ. পেসো
গ. ইউয়ান ঘ. উয়ন
১৫ . জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী নোবেল পুরস্কার পায়-
ক. ১৯৮৮ সাল
খ. ১৯৮৭ সাল
গ. ১৯৮৯ সাল
ঘ. ২০০১ সাল
১৬. চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ?
ক. হিমালয়
খ. আরাকান ইয়োমা
গ. কারাকোরাম
ঘ. তিয়েনশান
১৭. বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি?
ক. ৩৩টি খ. ৩২টি
গ. ৩১টি ঘ. ৩০টি
১৮. বাংলাদেশ পরিবেশ আদালত গঠন করা হয় কবে?
ক. ১৯৯২ সালে
খ. ২০০১ সালে
গ. ১৯৮৯ সালে
ঘ. ২০০০ সালে
১৯. কোন সাল থেকে তুরাগ নদীর তীরে টঙ্গীতে বিশ্ব এজতেমা শুরু হয়?
ক. ১৯৫৭ খ. ১৯৬৭
গ. ১৯৭২ ঘ. ১৯৭৪
২০. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ক. চাঁদপুর খ. সিরাজগঞ্জ
গ. গোয়ালন্দ ঘ. ভোলা

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. ক ২. ক ৩. খ ৪. গ
৫. গ ৬. ক ৭. গ ৮. গ ৯. খ ১০. ক ১১.খ ১২.গ ১৩.গ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper