ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পরিকল্পিত প্রস্তুতি নেবে

এসএসসি পরীক্ষা-২০২০

মোস্তাফিজুর রহমান
🕐 ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের এসএসসি ৩ ফেব্রুয়ারি শুরু হবে। শিক্ষা জীবনে এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটি বিষয়ই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নকালীন শিক্ষার্থীদের অনেক Stress নিতে হয়। সুতরাং পরীক্ষার আগে এবং পরীক্ষা চলাকালীন কোনো Stress না নিয়ে মাথা ঠাণ্ডা রেখে যতটা সম্ভব Relaxed থেকে পরীক্ষায় অংশগ্রহণ করাই শ্রেয়।

১. পরীক্ষার আগে এক সপ্তাহ সময় হাতে রেখে সব বইয়ের Key Topic গুলো শেষ করতে হবে।
২.পরীক্ষার রুটিন সামনে রেখে যেসব বিষয়ের পরীক্ষার আগে gap কম সে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে।
৩. যেসব বিষয়ে নিজেকে দুর্বল মনে হয়, সেসব বিষয়ে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং বিগত ৩-৪ বছরের প্রশ্নপত্র নির্ধারিত সময়ে Solve করা যেতে পারে।
৪. স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে। প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘণ্টা ঘুমাতে হবে। পরীক্ষার আগের রাতে ঘুমানো প্রয়োজন।
৫. MCQ/CQ এর জন্য প্রতিটি Chapter মনোযোগসহকারে Revise দিতে হবে।
৬. Practical খাতাগুলো Signature করা আছে কিনা খেয়াল করা জরুরি। Practical গুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। কেননা Practical এর Topic থেকেও MCQ প্রশ্ন আসতে পারে।
৭. MCQ প্রশ্নপত্রে অন্যের সাহায্য নিয়ে পূর্ণ নম্বর পেতে হবে এমন ধারণা বাদ দিয়ে নিজের ওপর Depend করতে হবে এবং নিজের দক্ষতা বাড়াতে হবে। নিজের ওপর আস্থা রেখে উত্তরপত্রে Answer করতে হবে।
৮. প্রশ্নপত্র হাতে পেয়ে অবশ্যই ০৫ মিনিট মনোযোগ দিয়ে প্রশ্নপত্র পড়তে হবে।
৯. সব প্রশ্নের উত্তর করতে হবে। কোনো প্রশ্নের উত্তর যথাযথভাবে জানা না থাকলেও যতটুকু সম্ভব উত্তর লেখার চেষ্টা করতে হবে।
১০. নোট করে পড়া : নোট করে পড়তে হবে। একটি প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে। প্রশ্নানুযায়ী উত্তর লিখতে হবে।
প্রত্যেক প্রশ্নের মান অনুযায়ী উত্তর যথার্থ হতে হবে। সহপাঠের ক্ষেত্রে চরিত্র নোট করে পড়া গুরুত্বপূর্ণ।
১১. সময় জ্ঞান : প্রশ্নের মান অনুযায়ী প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য আগেই সময় নির্ধারণ করতে হবে এবং রিভিশনের জন্য ১০ মিনিট সময় রাখতে হবে। CQ এর জন্য সময় ২:৩০ ঘণ্টা। বিজ্ঞানের জন্য ৫টি CQ এর প্রতিটি প্রশ্নের জন্য গড়ে ২৫ থেকে ২৮ মিনিট সময় নেওয়া ভালো। যেসব পত্রে ৭টি CQ থাকবে সে ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য গড়ে ১৮ থেকে ২০ মিনিট সময় নেওয়া ভালো।

মোস্তাফিজুর রহমান
সাবেক শিক্ষক, ক্যামব্রিয়ান কলেজ ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper