ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১। মার্কিন পার্লামেন্টের নাম কি?
ক) ডায়েট খ) কংগ্রেস
গ) জাতীয় সভা ঘ) ইয়েন
২। জাপানের পার্লামেন্টের নাম কি?
ক) ডায়েট খ) কংগ্রেস
গ) জাতীয় সভা ঘ) ইয়েন
৩। এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) লেনদেন শুরু হয়?
ক) ১৯৬৫ সালে
খ) ১৯৬৬ সালে
গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৬৮ সালে
৪। এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
ক) জার্মানি
খ) সুইজারল্যান্ড
গ) ফ্রান্স ঘ) অস্ট্রিয়া
৫। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
ক) ডালাস
খ) লন্ডন
গ) নিউইয়র্ক
ঘ) হংকং
৬। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
ক) রাশিয়া খ) বাংলাদেশ
গ) ভারত ঘ) চীন
৭। কোন দেশটি কখনো উপনিবেশ ছিল না?
ক) মিয়ানমার খ) মালয়েশিয়া
গ) লাওস ঘ) থাইল্যান্ড
৮। দেশে বর্তমান সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
ক) ৪২
খ) ৫০
গ) ৪৮
ঘ) ৫২
৯। পোল্যান্ডের মুদ্রার নাম কী?
ক) পেসো খ) ইউরো
গ) রুবল ঘ) জলোটি
১০। সোকোত্রা দ্বীপটির মালিকানা কোন দেশের?
ক) সৌদি আরব
খ) সংযুক্ত আরব আমিরাত
গ) ইয়েমেন ঘ) ইরান
১১। নিচের কোনটি নগররাষ্ট্র?
ক) পানামা
খ) কোস্টারিকা
গ) মালদ্বীপ
ঘ) সিঙ্গাপুর
১২। প্রথম এভারেস্ট শৃঙ্গ বিজয় হয়-
ক) ১৯৫০ খ্রি.
খ) ১৯৫৩ খ্রি.
গ) ১৯৫১ খ্রি.
ঘ) ১৯৬৩ খ্রি.
১৩। নিচের কোন দেশটির সঙ্গে সর্বাধিক রাষ্ট্রের সীমানা রয়েছে?
ক) ভারত খ) রাশিয়া
গ) চীন
ঘ) সৌদি আরব
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ভিসি কে ছিলেন?
ক) স্যার মাহমুদ হোসেন
খ) পিজে হার্টস
গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ) স্যার এ এফ রহমান
১৫। কোনটি ভ‚-বেষ্টিত সাগর?
ক) বঙ্গোপসাগর
খ) লোহিত সাগর
গ) পারস্য উপসাগর
ঘ) কাস্পিয়ান সাগর
১৬। নিচের কোনটি স্ক্যানডিনেভিয়ান দেশ নয়?
ক) আইসল্যান্ড
খ) ফিনল্যান্ড
গ) ডেনমার্ক
ঘ) লাটভিয়া
১৭। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি?
ক) ভাইকিং খ) সয়ুজ
গ) অ্যাপোলো
ঘ) ভয়েজার
১৮। ডেনমার্কের রাজধানী কোনটি?
ক) কাম্পালা
খ) ওয়াগাডোগো
গ) হেলসিংকি
ঘ) কোপেনহেগেন?
১৯। ২০১৯ সালে শান্তিতে নোবেলজয়ী কে?
ক) আবি আহমেদ আলী
খ) সেলমা লেগারলফ
গ) নাদিয়া মুরাদ
ঘ) সিগ্রিড উন্দসেট
২০। ২০১৮ সালে শান্তিতে নোবেলজয়ী নারী কে?
ক) পার্ল বাক
খ) সেলমা লেগারলফ
গ) নাদিয়া মুরাদ
ঘ) সিগ্রিড উন্দসেট

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.খ, ২.ক, ৩.খ, ৪.ঘ, ৫.গ, ৬.ঘ, ৭.ঘ, ৮.খ, ৯.ঘ, ১০.গ, ১১.ঘ, ১২.খ, ১৩.গ, ১৪.ঘ, ১৫.ঘ, ১৬.ঘ, ১৭.ক, ১৮.ঘ, ১৯.ক, ২০.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper