ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য

আবু সাঈদ
🕐 ১১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
ক. নাসির মাহমুদ
খ. আলাওল
গ. সৈয়দ সুলতান
ঘ. শাহ গরীবউল্লাহ
উত্তর : খ
২. ‘পটুয়া’ সঙ্গীতের বিষয়বস্তু কোনটি?
ক. কৃষ্ণলীলা খ. প্রকৃতি বন্দনা
গ. প্রেম ঘ. শিব
উত্তর: ক
৩. মধ্যযুগের শেষ্ঠ কবি কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. বিদ্যাপতি ঘ. বড়ু চন্ডীদাস
উত্তর : খ
৪. কাশীরাম দাস কোন বংশের কবি ছিলেন?
ক. দাস বংশের খ. দেব বংশের
গ. রাম বংশের ঘ. বৈষ্ণব বংশের
উত্তর : খ
৫. ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে?
ক. বিদ্যাপতি খ. চণ্ডীদাস
গ. জ্ঞান দাস ঘ. বড়ু চণ্ডীদাস
উত্তর : ক
৬. ‘গৌরাঙ্গ বিজয়’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. লোচন দাস খ. চূড়ামণিদাস
গ. গোবিন্দ দাস ঘ. জয়দেব
উত্তর : খ
৭. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা
খ. আলমগীরনামা
গ. আইন-ই-আকবরী
ঘ. তুজুক-ই-আকবর
উত্তর : গ
৮. শ্রী চৈতন্যদেবের জন্মসাল কোনটি?
ক. ১৪৮৬ সাল খ. ১৪৯২ সাল
গ. ১৪৯৮ সাল ঘ. ১৫৩৩ সাল
উত্তর : ক
৯. মেয়েলি ব্রতের সাথে সম্পর্কিত কাহিনী কি নামে খ্যাত?
ক. রূপকথা খ. উপকথা
গ. ব্রতকথা ঘ. প্রবাদ
উত্তর : গ
১০. ‘ইউসুফ-জুলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
ক. দৌলত উজির বাহরাম খান
খ. মাগন ঠাকুর গ. আলাওল
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তর : ঘ
১১. কে ‘গুণরাজ খান’ উপাধি লাভ করেন?
ক. কৃত্তিবাস খ. কাশীরাম দাস
গ. মালাধর বসু ঘ. শ্রীকর নন্দী
উত্তর : গ
১২. কৃষ্ণের স্বর্গীয় নাম কি?
ক. বিষ্ণু খ. হরি
গ. অবতার ঘ. ভগবান
উত্তর : ক
১৩. ‘নূরনামা, নসীয়তনামা, শহরনামা’ -কাব্যগুলোর রচয়িতা কে?
ক. মুহম্মদ কবীর খ. মুক্তল হোসেন
গ. আবদুল হাকিম
ঘ. ফকীর গরীবুল্লাহ
উত্তর: গ
১৪. মোঘল রাজসভার কবি ছিলেন কে?
ক. যশোরাজ খান খ. নসরত শাহ
গ. বিদ্যাপতি ঘ. আবুল ফজল
উত্তর : ঘ
১৫. কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা-
ক. হায়াৎ মামুদ খ. বাহরাম খান
গ. শেখ ফয়জুল্লাহ ঘ. শেরবাজ
উত্তর : ঘ
১৬. বাংলা ভাষার মধ্যযুগ-
ক. ৯০১ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
খ. ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ
গ. ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
ঘ. ১৮০০ খ্রিস্টাব্দ-বর্তমান
উত্তর : গ
১৭. মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের উপযোগী?
ক. লোক সাহিত্য
খ. ডাক ও খনার বচন
গ. পুঁথি সাহিত্য ঘ. ব্রতকথা
উত্তর : খ
১৮. মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কে?
ক. কৃত্তিবাস ওঝা
খ. কাশীরাম দাস গ. শ্রীকর নন্দী
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তর : খ
১৯. কবি ভারতচন্দ্রকে ‘রায় গুণাকর’ উপাধি দেন কে?
ক. জমিদার রঘুনাথ
খ. মহারাজ কৃষ্ণচন্দ্র
গ. বল্লাল সেন
ঘ. সম্রাট আকবর
উত্তর : খ

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper