প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি
বাংলা সাহিত্য
আবু সাঈদ
🕐 ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।
১. পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী খ. পদ্যকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
গ. বাউল বা মরমী গীতি
ঘ. বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
উত্তর : ঘ
২. মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকাপালন করেন-
ক. তুর্কী শাসকবর্গ
খ. মুঘল সম্রাটগণ
গ. পাঠান সুলতানগণ
ঘ. সংস্কৃত পণ্ডিতগণ
উত্তর : গ
৩. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
ক. আলীবর্দী খাঁ
খ. মুর্শিদ কুলি খাঁ
গ. ইসলাম খাঁ
ঘ. আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর : ঘ
৪. কোন কবি হোসনে শাহরে পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন?
ক. রাম নিধিগুপ্ত খ. মালাধর বসু
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ.ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর : খ
৫. কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
ক. আলাউদ্দিন হোসেন শাহ
খ. রুকনউদ্দিন বারবক শাহ
গ. ফখরুদ্দিন মুবারক শাহ
ঘ. গিয়াস উদ্দিন আজম শাহ
উত্তর : ঘ
৬. ইরানের কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
ক. গিয়াস উদ্দীন আযম শাহ
খ. আলাউদ্দীন হুসেন শাহ
গ. ফকরুদ্দীন মোবারক শাহ
ঘ. ইলিয়াস শাহ
উত্তর : ক
৭. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা খ. আলমগীরনামা
গ. আইন-ই-আকবরী
ঘ. তুজুক-ই-আকবর
উত্তর : গ
৮. আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন-
ক. শাহ সগীর খ. সৈয়দ হামজা
গ. কবি জয়দেব ঘ. আলাওল
উত্তর : ঘ
৯. কোন দুজন আরাকান রাজ্যসভার কবি?
ক. সৈয়দ সুলতান ও মুহম্মদ কবির
খ. মহাকবি আলাওল ও দৌলত কাজী গ. কাশীরাম দাস ও মহাকবি আলাওল ঘ. মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
উত্তর : খ
১০. ভারতচন্ত্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
ক. আরাকান রাজসভা
খ. কৃষ্ণনগর রাজসভা
গ. রাজাগণেশের রাজসভা
ঘ. লক্ষণ সেনের রাজসভা
উত্তর : খ
১১. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
ক. আউল মনোহর দাস
খ. চৈতন্য দেব
গ. শ্রীকৃষ্ণ ঘ. আদিনাথ শিব
উত্তর : খ
১১. কোন সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বলা হয়?
ক. ১২০১-১৩৫০ খ্রি.
খ. ৬০০-৯৫০ খ্রি.
গ. ১৩৫১-১৫০০ খ্রি.
ঘ. ৬০০-৭৫০ খ্রি.
উত্তর : ক
১২. ‘শূন্যপুরাণ’ কাব্য কার রচনা?
ক. লুইপা খ. কাহ্নপা
গ.দৌলত উজির বাহারাম খা
ঘ. রামাই পণ্ডিত
উত্তর : ঘ
১৩. সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাবগ্রন্থ কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. ইউসুফ-জোলেখা ঘ. পদ্মাবতী
উত্তর : খ
১৪. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
ক. শূণ্য পুরাণ খ. ডাকার্ণব
গ. গীতি গোবিন্দ ঘ. শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর : ঘ
১৫. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা-
ক. চণ্ডীদাস খ. বড়ু চণ্ডীদাস
গ. দ্বিজ চণ্ডীদাস ঘ. দীন চণ্ডীদাস
উত্তর : খ
আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
