ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

হিসাববিজ্ঞান

মনিরুজ্জামান সরকার
🕐 ৩:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ০২, ২০১৯

দু’তরফা দাখিলা পদ্ধতি
প্রশ্ন : হিসাব রক্ষণের নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি কোনটি?
- দু’তরফা দাখিলা পদ্ধতি।

প্রশ্ন : একমাত্র নির্ভরযোগ্য হিসাব সংরক্ষণ পদ্ধতি হিসেবে দু’তরফা দাখিলা পদ্ধতি কোথায় পরিচিত?

- সমগ্র বিশ্বে।

প্রশ্ন : দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে কোন সত্তায় প্রকাশ করা হয়?
- দ্বৈত।

প্রশ্ন : কোন ক্ষেত্রে দু’তরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই?
- প্রকৃত আর্থিক অবস্থা জানতে।

প্রশ্ন : কত খ্রিস্টাব্দে দু’তরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন হয়?
- ১৪৯৪

প্রশ্ন : দু’তরফা দাখিলা পদ্ধতি কে উদ্ভাবন করেন?
- লুকা প্যাসিওলি

প্রশ্ন : লুকা প্যাসিওলি কোন দেশের অধিবাসী?
- ইতালির।

প্রশ্ন : প্রতিটি লেনদেনে কয়টি হিসাব খাত থাকে?
- দুই বা ততধিক।

প্রশ্ন : হিসাব খাতগুলোর দ্বৈত সত্তা কী কী?
- ডেবিট ও ক্রেডিট।

প্রশ্ন : হিসাবের মোট ডেবিট অঙ্ক কোন ক্রেডিট অঙ্কের সমান হয় কখন?
- হিসাবকালের যে কোনো সময়।

প্রশ্ন : মোট ডেবিট অঙ্ক ও মোট ক্রেডিট অঙ্কের সমান হওয়ার কারণ?
- প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট অংকের সমান।

প্রশ্ন : প্রতিটি ডেবিট ও প্রতিটি ক্রেডিট কী দ্বারা সমান হয়।
- অর্থের পরিমাণ।

প্রশ্ন : একটি পক্ষ যে পরিমাণ ডেবিট অন্যপক্ষ সেই পরিমাণ ক্রেডিট লেখাকে দু’তরফা দাখিলা পদ্ধতির কী বলা হয়।
- মূলনীতি।

প্রশ্ন : দু’তরফা দাখিলা পদ্ধতিতে
মুনাফা জাতীয় আয় ও ব্যয় দ্বারা নির্দিষ্ট সময় পরে কী তৈরি করা হয়?
- বিশদ আয় বিবরণী।

প্রশ্ন : দু’তরফা দাখিলা পদ্ধতিতে কোনটি প্রস্তুতের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়?
- রেওয়ামিল।

প্রশ্ন : দু’তরফা দাখিলা পদ্ধতিতে কোনটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়?
- অতিরিক্ত ব্যয়।

প্রশ্ন : সঠিক কর নির্ধারণ দু’তরফা দাখিলা পদ্ধতির কী হিসাবে গণ্য? - সুবিধা।

প্রশ্ন : মোট ডেবিট ও মোট ক্রেডিট সমান হওয়ার ধারণাটি কিসের ভিত্তিতে?
- হিসাব সমীকরণ।

প্রশ্ন : হিসাব সমীকরণের মূল উপকরণ কয়টি?
- ৩টি।

প্রশ্ন : মূলধন আনলে কোনটি বৃদ্ধি পায়?
- মূলধন।

সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ মিরপুর, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper