ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ৩:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. সিরডাপ-এর সদর দপ্তর কোথায়?
ক. ঢাকা খ. থাইল্যান্ড
গ. শ্রীলঙ্কা ঘ. ভারত
২. আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়-
ক. ১৫ জুন
খ. ৩১ মে
গ. ২৫ জুন
ঘ. ২৬ জুন
৩. প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়-
ক. ঢাকা খ. কলকাতা
গ. ভুটান ঘ. নেপাল
৪. বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়-
ক. ৯ আগস্ট খ. ৮ আগস্ট
গ. ৩০ মার্চ ঘ. ৬ এপ্রিল
৫. বঙ্গবন্ধু কোথায় ছয়দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন?
ক. ভারত খ. শ্রীলঙ্কা
গ. লাহোরে ঘ. আফ্রিকা
৬. টুকটুক ইকো ভিলেজ কোথায় অবস্থিত?
ক. মাদলা, বগুড়া
খ. রামগড়, খাগড়াছড়ি
গ. টিকুরিয়া, ময়মনসিংহ
ঘ. কিল্লামুড়া, রাঙামাটি
৭. ৩৫তম জি-৮ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-
ক. ইতালি খ. জাপান
গ. ফ্রান্স ঘ. জার্মানি
৮. নাসা -এর সদর দপ্তর কোথায়?
ক. পেন্টাগন খ. সুইডেন
গ. জেনেভা ঘ. সিঙ্গাপুর
৯. ‘গ্রিনপিস’ কোন দেশের পরিবেশ সংস্থা?
ক. অস্ট্রেলিয়া
খ. নিউজিল্যান্ড
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
১০. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একুশে পদক পান-
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৭ সালে
ঘ. ১৯৭৮ সালে
১১. ওআইসির এর সদর দপ্তর কোথায়?
ক. সুরিনাম
খ. আইভরিকোস্ট
গ. কাতার ঘ. জেদ্দা
১২ . বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-
ক. ৮ মার্চ খ. ৫ জুন
গ. ১৮ মার্চ ঘ. ১ জুলাই
১৩. সিরডাপ-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১২টি খ. ১৪টি
গ. ১৩টি ঘ. ১৫টি
১৪. ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আয়মুক্ত করসীমা ধরা হয়েছে-
ক. ১ লক্ষ ২০ হাজার
খ. ২ লক্ষ ৫০ হাজার
গ. ৩ লক্ষ ২০ হাজার
ঘ. ১ লক্ষ ৮০ হাজার
ক. ইরাক খ. ইরান
১৫. রবীন্দ নাথ ঠাকুর প্রথম বাংলাদেশে আসেন-
ক. ১৯২৭ সালে
খ. ১৯৩২ সালে
গ. ১৯২৬ সালে
ঘ. ১৯২৮ সালে
১৬. বার্মার বর্তমান নাম কি?
ক. আকিয়ার
খ. মায়ানমার
গ. ইয়াংগুন ঘ. রেংগুন
১৭. বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের সংখ্যা কয়টি?
ক. ৪টি খ. ৩টি
গ.২টি ঘ. ৫টি
১৮. মানবশিশু ক্লোন করেছে বলে দাবি করছে-
ক. ক্লোনটেক
খ. ক্লোন এইড
গ. সুপার ক্লোন
ঘ. ক্লোন আইটি
১৯. বাংলাদেশে বর্তমানে সর্বনিম্ন প্রশাসনিক কাঠামো কী?
ক. গ্রাম সরকার
খ. ওয়ার্ড পরিষদ
গ. থানা পরিষদ
ঘ. ইউনিয়ন পরিষদ
২০. আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে?
ক. জর্জ ওয়াশিংটন
খ. জন এফ কেনেডি
গ. রুজভেল্ট
ঘ. জন রাইট

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তরমালা : ১. ক ২. ঘ ৩. ক ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. খ, ১৫.গ, ১৬.খ, ১৭.গ, ১৮.খ, ১৯.ক, ২০.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper