ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাভাষা ও সাহিত্য

আবু সাঈদ
🕐 ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. মনোরঞ্জিকা পত্রিকাটি কে সম্পাদনা করতেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ভল্লব সেন
গ. মধুকর গুপ্ত
ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
২. ফর্দ শব্দের অর্থ কি?
ক. তালিকা খ. পালকি
গ. কড়ি ঘ.তালা
৩. নীহার শব্দের অর্থ কোনটি-
ক. তুষার খ. কাদা
গ. পানি ঘ. সাগর
৪. বাদলের ধারা ঝরে ঝর ঝরে এই বাক্যটিতে কারক ও বিভক্তি কোনটি?
ক. কর্মে ৬ষ্ঠী খ. অপাদানে ৬ষ্ঠী
গ. সম্পাদানে ২য়া
ঘ. অধিকরণে ৩য়া
৫. নির্ভুল বানান কোনটি?
ক. মুহুর্মুহু খ. মুর্হমুহ
গ. মুহূর্মুহ ঘ. মুর্হূর্মুহু
৬. জিন্দাবাদ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. উর্দু
গ. বাংলা ঘ. ফারসি
৭. শৃগালবৃত্তি শব্দের অর্থ কি?
ক. সুযোগ সন্ধানী খ. বুদ্ধিমান ব্যক্তি
গ. কার্যসিদ্ধিতে কৌশলের আশ্রয়
ঘ. ঠকবাজ
৮. মধ্যযুগের অবসান ঘটে কখন?
ক. রবীন্দ্রনাথের আগমনে
খ. ফকির গরিবুল্লার মৃত্যুর পর
গ. ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে
ঘ. চর্যাপদের ব্যাখ্যার পর
৯. উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে?
ক. ফকির শাহ খ. লালন শাহ
গ. ভবানী চন্দ্র ঘ. নকুল রাম
১০. ‘উপাচার্য’ শব্দটি কোন সমাস সাধিত?
ক. উপপদ তৎপুরুষ
খ. অলুক তৎপুরুষ
গ. বহুব্রীহি ঘ. প্রাদি তৎপুরুষ
১১. ‘উড়োজাহাজ’ কোন সমাস?
ক. বহুব্রীহি খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব ঘ. তৎপুরুষ
১২. ‘বিশ্ববিদ্যালয়’ এর ব্যাসবাক্য কি?
ক. বিশ্বের বিদ্যালয়
খ. বিশ্ববিদ্যার আলয়
গ. বিশ্বস্ত আলয় ঘ. বিশ্বরূপ আলয়
১৩. ‘মরুৎ’ শব্দের সমার্থক শব্দ-
ক. পানি খ. বাতাস
গ. মাটি ঘ. মরূদ্যান
১৪. বসুমতী শব্দটির সমার্থক শব্দ-
ক. ধরিত্রী খ. ফুল
গ. গিরি ঘ. কানন
১৫. ‘কোকিল’ এর সঠিক প্রতিশব্দ কোনটি?
ক. পিউ খ. পরভৃত
গ. পাবক ঘ. অংশু
১৬. ‘নীর’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. পাখির বাসা খ. জল
গ. মেঘ ঘ. চুল
১৭. ‘গিরি নিঃগ্রাব’ শব্দের অর্থ
ক. পর্বত খ. নদী
গ. বাতাস ঘ. আগুন
১৮. ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
ক. অস্বীকার খ. মিথ্যা
গ. প্রলাপ ঘ. অসদালাপ
১৯. ষ-ত্ব বিধানে স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে?
ক. মানুষ খ. বর্ষা গ. নষ্ট ঘ. বিষয়
২০. ষ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি ভুল?
ক. অনুসঙ্গী খ. সুষম
গ. অভিশাপ ঘ. বিষম
২১. স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
ক. হরিণ খ. বর্ণনা
গ. রামায়ণ ঘ. গণনা
২২. নিচের কোন শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়?
ক. কৃপণ খ. লাবণ্য
গ. কা- ঘ. ব্রাহ্মণ
২৩. বিদেশী শব্দে ‘ষ’-এর ব্যবহার-
ক. হয় খ. হয় না গ. কখনও হয়
ঘ. বিশেষ অর্থে হয়
২৪. ‘ণ’-ত্ব বিধানের (নিয়মের) বাইরে ‘ণ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে?
ক. ঘণ্টা, লুণ্ঠন, কা-
খ. কৃপণ, বর্ণ, ঝর্ণা
গ. কৃপণ, রামায়ণ, ব্রাহ্মণ
ঘ. রেণু, অণু, কল্যাণ
২৫. নিচের কোনটি ঠিক?
ক. প্রতিসেধক খ. প্রতিষেধক
গ. প্রতিশেধক
ঘ. প্রতিষেধক

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.ঘ ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. গ ৯. খ ১০.ঘ ১১.খ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.ক ২০.ক ২১.ঘ ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper