ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

পৌরনীতি ও নাগরিকতা

ফাতেমা বেগম তমা
🕐 ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

১. আজ থেকে প্রায় কত বছর পূর্বে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়?
ক) প্রায় ১৫০০ খ) প্রায় ২০০০
গ) প্রায় ২৫০০ ঘ) প্রায় ৩০০০
২. নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয় প্রথম কোথায়?
ক) প্রাচীন মিশরে খ) প্রাচীন গ্রিস
গ) ভারতীয় উপমহাদেশে ঘ) রোমে

৩. নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?
ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
৪. কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?
ক) সম্পত্তি ভোগের খ) ভোটাধিকারের
গ) মজুরি লাভের ঘ) নির্বাচিত হওয়ার
৫. সমাজভেদে কোন অধিকারটির ভিন্নতা দেখা যায়?
ক) সমাজিক খ) রাজনৈতিক
গ) অর্থনৈতিক ঘ) নৈতিক
৬. আমরা সবাই কোন দেশের নাগরিক?
ক) পূর্ব বঙ্গ খ) বাংলাদেশ গ) পূর্ব পাকিস্তান গ) ভারত
৭. প্রাচীনকালে নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল কোথায়?
ক) প্রাচীন রাশিয়ায় খ) প্রাচীন মিসরে
গ) প্রাচীন গ্রিসে ঘ) প্রাচীন চীনে
৮. নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?
ক) সম্মান খ) মর্যাদা
গ) পরিচয় গ) নাগরিকতা
৯.জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি অনুসরণ করা হয়?
ক) পাঁচটি খ) চারটি গ) তিনটি ঘ) দুটি
১০. দ্বৈত নাগরিকতার ক্ষেত্রে একজন ব্যক্তি একসঙ্গে কয়টি দেশের নাগরিকতা অর্জন করতে পারে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
১১. বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে কোন নীতি অনুসরণ করে?
ক) জন্মস্থাননীতি খ) জন্মনীতি
গ) অনুমোদননীতি ঘ) শর্তসাপেক্ষনীতি

ফাতেমা বেগম তমা, সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

উত্তর : ১গ, ২খ, ৩ক, ৪ক, ৫ঘ, ৬খ, ৭গ, ৮ঘ, ৯ঘ, ১০ক, ১১খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper