ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

পদার্থবিজ্ঞান

সরওয়ার হোসেন
🕐 ৩:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

প্রশ্ন : মাত্রা কাকে বলে?
উত্তর : কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।
প্রশ্ন : মাত্রা সমীকরণ কাকে বলে?
উত্তর : যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে।
যেমন- বলের মাত্রা সমীকরণ

[F] = [MLT-2]
প্রশ্ন : বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?
উত্তর : কোনো সংখ্যাকে ১০ এর যে কোনো ঘাত এবং ১ থেকে ১০ এর মধ্যে অপর সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।

প্রশ্ন : মিটার স্কেল কী?
উত্তর : পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র হলো মিটার স্কেল। এর দৈর্ঘ্য ১ মিটার বা ১০০ সেন্টিমিটার। এ জন্য একে মিটার স্কেল বলে।

প্রশ্ন : ভার্নিয়ার স্কেল কী?
উত্তর : মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তার নাম ভার্নিয়ার স্কেল। গণিত শাস্ত্রবিদ পিয়েরে ভার্নিয়ার এ স্কেল আবিষ্কার করেন। তার নামানুসারে এ স্কেলের নাম ভার্নিয়ার স্কেল।

প্রশ্ন : ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
উত্তর : প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক ।
প্রশ্ন : ভার্নিয়ার ধ্রুবক 0.05mm বলতে কী বুঝায়?

উত্তর : ভার্নিয়ার ধ্রুবক 0.05mm বলতে বোঝা যায়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ 0.05mm ছোট।
প্রশ্ন : ভার্নিয়ার সমপাতন কী?
উত্তর : বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সময় ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সঙ্গে মিলে যায় বা কাছাকাছি থাকে, ভার্নিয়ার স্কেলের ওই দাগের মানই হলো ভার্নিয়ার সমপাতন।

প্রশ্ন : লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?
উত্তর : স্ক্রু-গজের টুপির সাহায্যে বৃত্তাকার স্কেলটি মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে যন্ত্রের লঘিষ্ঠ গণন বলে।
প্রশ্ন : যান্ত্রিক ত্রুটি কাকে বলে?
উত্তর : পদার্থবিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপজোখের জন্য ব্যবহৃত যন্ত্রে যে ত্রুটি থাকে সেটাই যান্ত্রিক ত্রুটি।
যান্ত্রিক ত্রুটি দুই প্রকার। যথা-
(১) ধনাত্মক ত্রুটি (২) ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি।

সরওয়ার হোসেন
সিনিয়র শিক্ষক, সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper