ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

পদার্থবিজ্ঞান

সরওয়ার হোসেন
🕐 ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

প্রশ্ন : অবতল দর্পণ আলোক রশ্মিকে কী করে?
উত্তর : অভিসারী করে।
প্রশ্ন : উত্তল দর্পণ আলোক রশ্মিকে কী করে?
উত্তর : অপসারী করে।
প্রশ্ন : গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুকে কী বলে?
উত্তর : মেরু।

প্রশ্ন : মেরু ও বক্রতার কেন্দ্র এ দুটিকে ছেদ করে কিসের মাধ্যমে?
উত্তর : প্রধান অক্ষ।
প্রশ্ন : আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায় সেটি আসলে কী?
উত্তর : অবাস্তব প্রতিবিম্ব।
প্রশ্ন : যেসব প্রতিবিম্বে আলো সত্যিকার অর্থে মিলিত হয় সেগুলোকে কী বলা হয়?
উত্তর : বাস্তব প্রতিবিম্ব।
প্রশ্ন : আলোর ক্রমিক প্রতিফলনকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়?
উত্তর : পেরিস্কোপ।
প্রশ্ন : পেরিস্কোপে আলোর কয়বার প্রতিফলন ঘটে?
উত্তর : দুইবার।
প্রশ্ন : পেরিস্কোপ তৈরিতে কোন দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর : সমতল দর্পণ।
প্রশ্ন : দাঁতের চিকিৎসকরা দাঁত পরীক্ষা করার কাজে কোনটি ব্যবহার করেন?
উত্তর : অবতল দর্পণ।
প্রশ্ন : চোখের ডাক্তাররা রোগীর দৃষ্টিশক্তি পরীক্ষা করার জন্য বর্ণমালা পাঠের সুবিধার্থে কোনটি ব্যবহার করে থাকেন?
উত্তর : অবতল দর্পণ।
প্রশ্ন : দুটি সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কতটি প্রতিবিম্ব সৃষ্টি হয়?
উত্তর : অসংখ্য।
প্রশ্ন : সরল পেরিস্কোপে দর্পণ থেকে কত ডিগ্রি কোণে আলোর বিচ্ছুরণ হয়? উত্তর : ৯০০
প্রশ্ন : স্টিমারের সার্চলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : অবতল ।
প্রশ্ন : রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তর : উত্তল।
প্রশ্ন : পেছনের যানবাহন বা পথচারী দেখার জন্য গাড়িতে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : উত্তল দর্পণ।
প্রশ্ন : দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন?
উত্তর : অবতল দর্পণ।
প্রশ্ন : লেজার তৈরিতে কোন দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : সমতল দর্পণ।
প্রশ্ন : রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর : সমতল দর্পণ।
প্রশ্ন : উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়?
উত্তর : গাড়িতে।
প্রশ্ন : কিসের মাধ্যমে আমরা কোন বস্তুকে দেখতে পাই? উত্তর : আলো।
প্রশ্ন : সমতল দর্পণ কাকে বলে?
উত্তর : প্রতিফলক পৃষ্ঠটি যদি সমতল ও মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে।
প্রশ্ন : দুটি মাধ্যমের বিভেদতল থেকে আলোর প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কী বলে?
উত্তর : প্রতিফলন
প্রশ্ন : প্রতিবিম্ব কাকে বলে?
উত্তর : কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসারিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রধম বিন্দুর বিম্ব বা প্রতিবিম্ব বলে।

সরওয়ার হোসেন
সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper