ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীর বরণ মাঝি
🕐 ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ০৬, ২০১৯

১। কোন কাব্য ফার্সি ভাষায় অনুবাদ করা হয়? (ক) রসুল বিজয় (খ) রাগমালা (গ) ইউছুফ-জুলেখা  (ঘ) সাতনামা

২। কেন মধ্য যুগে হিন্দু সম্প্রদায় ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করতো? (ক) সাহিত্য রচনা করতে (খ) চাকরি পেতে (গ) প্রশাসনিক কাজ করতে (ঘ) রাজনৈতিক উদ্দেশ্যে। নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : লিমনের চাচা অনেক বছর ধরে আমেরিকাসহ ইউরোপের কয়েকটি দেশে ব্যবসা করে আসছিলেন। তিনি তার ব্যবসায় প্রসারের লক্ষ্যে নিজ দেশে ফিরে নারায়ণগঞ্জে একটি শাখা অফিস খোলেন। তিনি ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন পরিচালনা করেন। ব্যবসায়ের সুবিধার জন্য তিনি ব্যক্তিগত বিমান ব্যবহার করেন। ৩। লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলার কোন আমলের সঙ্গে মিল পাওয়া যায়? (ক) পাল (খ) সেন (গ) সুলতানি (ঘ) মুঘল ৪। বাণিজ্যিক প্রসারের ফলেই ওই আমলে গড়ে উঠেছিল- (i) সমুদ্রবন্দর (ii) নদীবন্দর (iii) স্থলবন্দর (ক) ও (খ) ii (গ) i ও ii

(ঘ) i, ii ও iii ৫। মধ্য যুগে কৃষি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কারণ- (i) প্রকৃতির আশীর্বাদ (ii) ভূমির উর্বরতা (iii) ফলনের প্রাচুর্যতা (ক) ও (খ) ii (গ) i ও ii 
(ঘ) i, ii ও iii ৬। বড় কাটরা নির্মাণ করেন কে? (ক) শাহ সুজা (খ) হুসেন শাহ (গ) মীর জুমল্লা
(ঘ) আহমদ সুজা
৭ । ছোট কাটরা নির্মাণ করেন কে কখন?
(ক) আযমখান ১৬৬২ খ্রি.
(খ) শায়েস্তা খান ১৬৬৩ খ্রি.
(গ) শের খান ১৬৬৪ খ্রি.
(ঘ) আলাওল ১৬৬৫ খ্রি. ৮। মধ্যযুগে বাংলার মাটিতে কিসের প্রাচুর্য ছিল? (ক) কৃষিজাত দ্রব্যের
(খ) শিল্পজাত দ্রব্যের
(গ) মাদকজাত দ্রব্যের
(ঘ) খনিজজাত দ্রব্যের ৯। মধ্যযুগে অভিজাত ব্যক্তিরা কী খেলতে পছন্দ করতেন?
(ক) কাবাডি (খ) ফুটবল
(গ) ক্রিকেট (ঘ) চৌগান নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও : ইকবালের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য কাবাব, রেজালা, কোর্মা ও ঘিয়ে রান্না করা খাবারের আয়োজন করা হয়।
১০। ইকবালের বিয়ের অনুষ্ঠানে কোন যুগের খাবারের বৈশিষ্ট্য লক্ষ করা যায়? (ক) আর্যপূর্ব যুগের
(খ) প্রাচীন যুগের
(গ) মধ্যযুগের (ঘ) আধুনিক যুগের
১১। উক্ত যুগে বাংলার সামাজিক রীতিনীতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ছিল- (i) ইসলাম ধর্মের (ii) হিন্দুধর্মের (iii) বৌদ্ধধর্মের (ক) i ও ii (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii ১২। মধ্যযুগে বাংলায় উৎপাদিত ফসলের মধ্যে ছিল-
(i) ধান (ii) গম (iii) পাট। (ক) i ও ii (খ) ii ও iii (গ) iii (ঘ) i, ii ও iii ১৩। শৈব ধর্মের মূল উৎস কী?
(ক) শিব (খ) জৈন (গ) গণেশ (ঘ) নারায়ণ ১৪। কদম রসুল নির্মাণ করেন কে?
(ক) আহমদ শাহ (খ) হুসেন শাহ
(গ) নুসরত শাহ
(ঘ) ওয়ালি মুহম্মদ
১৫। খানজাহান আলীর সমাধি নির্মিত হয়েছে কোথায়?
(ক) বাগেরহাটে (খ) খুলনায়
(গ) সিলেটে (ঘ) চট্টগ্রামে

সুধীর বরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর।

উত্তর : ১.গ, ২.গ, ৩.ঘ, ৪.গ, ৫.ঘ, ৬.ক, ৭.খ, ৮.ক, ৯.ঘ, ১০.গ, ১১.ক, ১২.ঘ, ১৩.ক, ১৪.গ, ১৫.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper