ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ৩:০২ অপরাহ্ণ, নভেম্বর ০৬, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।

১. সুইডেনের মুদ্রার নাম কি?
ক. পাউন্ড খ. ডলার
গ. ক্রোনা ঘ. পিসো
২. প্রথমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী বাংলাদেশি কে?
ক. আহমেদ সিজান চৌধুরী
খ. আহমেদ জাওয়াদ চৌধুরী
গ. জামিরুল রেজা চৌধুরী
ঘ. রুবাব খান
৩. বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় কোন দেশ থেকে?
ক. চীন খ. ভারত
গ. সৌদি আরব ঘ. যুক্তরাষ্ট্র
৪. বাংলাদেশের সঙ্গে কোন দুটি দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে?
ক. যুক্তরাষ্ট্র ও কানাডা
খ. ভারত ও থাইল্যান্ড
গ. যুক্তরাজ্য ও ভারত
ঘ. ভারত ও শ্রীলঙ্কা
৫. ‘বিদ্রোহী’ কবিতার ইংরেজি অনুবাদক কে?
ক. আহসান হাবিব
খ. ড. সিরাজুল ইসলাম চৌধুরী
গ. ড. জসীম উদ্দিন আহমেদ
ঘ. অধ্যাপক ড. আনিসুজ্জামান
৬. বাংলাদেশে জাতিসংঘের কততম সদস্য দেশ?
ক. ১৩৪তম খ. ১৩৫তম
গ. ১৩৬তম ঘ. ১৩৭তম
৭. লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক খ. সিয়েরা লিওন
গ. লস অ্যাঞ্জেলস ঘ. লাইবেরিয়া
৮. ৬-দফার প্রথম দফা কী ছিল?
ক. জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা
খ. পররাষ্ট্র ও দেশ রক্ষা
গ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
ঘ. আলাদা মুদ্রা ব্যবস্থা
৯. বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে?
ক. কামরুল হাসান খ. শিল্পাচার্য জয়নুল আবেদিন গ. মেজর জেমস রেনেল ঘ. শিবনারায়ণ দাস
১০. বাংলাদেশ কোন দেশ থেকে টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করে?
ক. যুক্তরাষ্ট্র খ. ভারত
গ. সৌদি আরব ঘ. চীন
১১. বাংলার কোন নেতা জমিদারী প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী খ. এ কে ফজলুল হক গ. মওলানা ভাসানী ঘ. খাজা নাজিমুদ্দিন
১২. বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে কোন নদী?
ক. গঙ্গা খ. মাতামুহুরি
গ. হাড়িৃয়াভাঙ্গা ঘ. মেঘনা
১৩. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
ক. সম্রাট আকবর খ. সম্রাট বাবর
গ. ফখরুদ্দীন মোবারক শাহ্
ঘ. সম্রাট হুমায়ুন
১৪. বাংলার কৃষকদের জন্য ঋণ সালিশী বোর্ড কে গঠন করেন?
ক. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. এ কে ফজলুল হক
ঘ. শেখ মুজিবুর রহমান
১৫. অবিভক্ত বাংলার নব জাগরণের অগ্রদূত কে ছিলেন?
ক. হাজী শরীয়তউল্লাহ্
খ. এ কে ফজলুল হক
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. রাজা রামমোহন রায়
১৬. সামাজিক মূল্যবোধের ভিত্তি কোনটি?
ক. পরিবর্তনশীলতা
খ. আইনের শাসন
গ. নৈর্ব্যক্তিকতা ঘ. ঐতিহ্যবোধ
১৭. সুশাসনের মূল লক্ষ্য কী?
ক. জবাবদিহিতা খ. স্বেচ্ছাচারিতা
গ. সাম্প্রদায়িকতা
ঘ. আমলা নির্ভরতা
১৮. প্রস্তাবিত গার্মেন্ট শিল্প পার্ক কোথায় স্থাপিত হবে?
ক. কালিয়াকৈর, গাজীপুর
খ. বাউশিয়া, মুন্সীগঞ্জ
গ. সাভার, ঢাকা
ঘ. মিরসরাই, চট্টগ্রাম
১৯. বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যমাত্রা কত সাল?
ক. ২০২১ খ. ২০৪০
গ. ২০৪৫ ঘ. ২০৪১
২০. বাংলাদেশে সর্বশেষ চা চাষ শুরু হয়েছে কোন জেলায়?
ক. পঞ্চগড় খ. লালমনিরহাট
গ. গাইবান্ধা ঘ. নীলফামারী

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.গ ২. খ ৩. ঘ. ৪. খ ৫. গ ৬. গ ৭. গ ৮. গ. ৯. গ. ১০. ঘ. ১১.খ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬ খ ১৭. ক ১৮. খ. ১৯. ঘ ২০. ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper