ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ৪:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

১. ইতিহাসের জনক বলা হয়-
ক. পলিবিয়াসকে
খ. হেরোডোটাসকে
গ. এডওয়ার্ড গিবনকে
ঘ. হোমারকে

২. ২০১৮ সালে শান্তিতে নোবেলজয়ী নারী কে?
ক) পার্ল বাক
খ) সেলমা লেগারলফ
গ) নাদিয়া মুরাদ
ঘ) সিগ্রিড উন্দসেট

৩. হাজংদের অধিবাস কোথায়?
ক. ময়মনসিংহ ও নেত্রকোনা
খ. বক্সবাজার ও রামু
গ. রংপুর ও দিনাজপুর
ঘ. সিলেট ও মনিপুর

৪. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
ক. ১ জানুয়ারি ১৯৭২
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ২ মার্চ ১৯৭১
ঘ. ২ মার্চ ১৯৭২

৫. বাংলাদেশের জাতীয় সংগীত গৃহীত হয় কবে?
ক. ১৯৭২ সালের ১৩ জানুয়ারি
খ. ১৯৭২ সালের ১৭ জানুয়ারি
গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৭১ সালের ২৬ মার্চ

৬. বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় কখন?
ক. ১৯২৫ খ. ১৯৩০
গ. ১৯২৪ ঘ. ১৯২৮

৭. বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে?
ক. ১৯৮২ খ. ১৯৮৫
গ. ১৯৮৮ ঘ. ১৯৭৯

৮. কে বাংলার সাল গণনা শুরু করেন?
ক. লক্ষ্মণ সেন খ. ইলিয়াস শাহ
গ. বিজয় সেন ঘ. আকবর

৯. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয়?
ক. ১৩৩৭ খ. ১৩৮
গ. ১৪৭ ঘ. ১৫০

১০. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
ক. টেকনাফ খ. কক্সবাজার
গ. পটুয়াখালী ঘ. খুলনা

১১. ৬ দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
ক. ঢাকা খ. লাহোর
গ. দিল্লি ঘ. চট্টগ্রাম

১২. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
ক. ১২১২ খ. ১২০০
গ. ১২০৪ ঘ. ১২১১

১৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. জেনারেল আতাউল গনি ওসমানী
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. ক্যাপ্টেন মনসুর আলী

১৪. সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী?
ক. সোনারগাঁ
খ. জাহাঙ্গীরনগর
গ. ঢাকা ঘ. গৌড়

১৫. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
ক. ইরাক খ. ইরান
গ. কাতার ঘ. কুয়েত

১৬. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফিকার দেশ কোনটি?
ক. মিশর খ. ঘানা
গ. সেনেগাল
ঘ. দক্ষিণ আফ্রিকা

১৭. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
ক. রাজশাহী খ. ঢাকা
গ. চট্টগ্রাম ঘ. খুলনা

১৮. পদ্মা মেঘনার সঙ্গে মিলিত হয়েছে কোথায়?
ক. চাঁদপুর খ. পাটুরিয়াগ. দৌলতদিয়া ঘ. কুমিল্লা

১৯. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. দ্রাবিড় খ. নেগ্রিটো
গ. ভোটচীন ঘ. অস্ট্রিক

২০. সুমাত্রা -জাভা পৃথক করেছে কোন প্রণালী? ক. সুন্দা প্রণালী
খ. ডোভার প্রণালী
গ. হরমুজ প্রণালী
ঘ. বেরিং প্রণালী

২১. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
ক. ১২০৬ সালে খ. ১৩১০ সালে
গ. ১৬১০ সালে ঘ. ১৫২৬ সালে

২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper