ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ফাতেমা বেগম তমা
🕐 ৩:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

প্রশ্ন : প্রিন্টার এক ধরনের-
উত্তর : রিসোর্স।
প্রশ্ন : যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে সে হলো-
উত্তর : ইউজার বা ব্যবহারকারী।
প্রশ্ন : নেটওয়ার্কে কম্পিউটার যুক্ত করার নিয়মকে কী বলে?
উত্তর : প্রটোকল।
প্রশ্ন : নেটওয়ার্কিং-এ কম্পিউটারজুড়ে দেওয়ার বিভিন্ন পদ্ধতিকে কী বলা হয়?
উত্তর : নেটওয়ার্ক টপোলজি।

প্রশ্ন : নেটওয়ার্কের জন্য কমপক্ষে কয়টি কম্পিউটার লাগে?
উত্তর : দুটি।
প্রশ্ন : সার্ভার হতে যে সেবা নেয় তাকে কী বলে?
উত্তর : ক্লায়েন্ট।
প্রশ্ন : বাস টপোলজিতে কার সঙ্গে সবগুলো কম্পিউটারকেজুড়ে দেওয়া হয়?
উত্তর : মূল ব্যাক বোন বা মূল লাইনের সঙ্গে।
প্রশ্ন : গোলাকার বৃত্তের মতো যে টপোলজি তাকে বলে-
উত্তর : রিং টপোলজি।
প্রশ্ন : একজনের কাছে প্রেরিত তথ্য সবার কাছে যায়-
উত্তর : বাস টপোলজিতে।
প্রশ্ন : কেন্দ্রীয় হাবের সঙ্গে যুক্ত থাকে সব কম্পিউটার কোন টপোলজিতে?
উত্তর : স্টার টপোলজি।
প্রশ্ন : তুলনামূলকভাবে সহজ ও দ্রুত তৈরি করা যায় কোন টপোলজি?
উত্তর : স্টার টপোলজি।
প্রশ্ন : ‘কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই-মেইল পাঠানো হলো’- এক্ষেত্রে কম্পিউটারটি হবে-
উত্তর : ক্লায়েন্ট।
প্রশ্ন : যে জিনিস ব্যবহার করে কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়া হয় তাকে কী বলে?
উত্তর : মিডিয়া।
প্রশ্ন : ‘বৈদ্যুতিক তার’-এক ধরনের-
উত্তর : মিডিয়া।
প্রশ্ন : কোনটি মিডিয়া-
উত্তর : অপটিক্যাল ফাইবার।
প্রশ্ন : ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় তার সবই হলো-
উত্তর : রিসোর্স।
প্রশ্ন : স্টার টপোলজির কোনটি নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে?
উত্তর : কেন্দ্রীয় হাব।
প্রশ্ন : অনেক স্টার টপোলজি একত্রে যেটি হয়-
উত্তর : ট্রি টপোলজি।
প্রশ্ন : একাধিক পথ যুক্ত থাকে কোন টপোলজিতে?
উত্তর : মেশ টপোলজি।
প্রশ্ন : নেটওয়ার্কের সব কম্পিউটার সরাসরি সব কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে-
উত্তর : কমপ্লিট মেশ টপোলজিতে।
প্রশ্ন : তারার মতো কোন টপোলজি?
উত্তর : স্টার।
প্রশ্ন : নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হলো-
উত্তর : তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা।
প্রশ্ন : আমাদের জীবনে নতুন মাত্রা যোগ করেছে কোনটি?
উত্তর : তথ্যপ্রযুক্তিতে নেটওয়ার্ক।
প্রশ্ন : নেটওয়ার্ক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
উত্তর : তথ্য আদান প্রদানের কাজে।
প্রশ্ন : এক সময় তথ্য ছিল-
উত্তর : সম্পদের মতো।
প্রশ্ন : আগেকার দিনে তথ্য সবার কাছে পৌঁছানো ছিল-
উত্তর : কঠিন বিষয়।
প্রশ্ন : বর্তমানে তথ্য সবার জন্য-
উত্তর : উন্মুক্ত।
প্রশ্ন : যে তথ্য আগে কাগজে সংরক্ষণ করা হতো, সেগুলো এখন সংরক্ষিত হয়-
উত্তর : ডেটাবেস।
প্রশ্ন : তথ্য ভাণ্ডারে সব মানুষের অধিকার কেমন?
উত্তর : সমান।
প্রশ্ন : বিশেষ তথ্য সংরক্ষিত রাখতে পারে-
উত্তর : বিশেষ প্রতিষ্ঠান।
প্রশ্ন : পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনটি?
উত্তর : ফেসবুক ও টুইটার।
প্রশ্ন : সার্চ ইঞ্জিন কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর : তথ্য খুঁজতে।
প্রশ্ন : বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
উত্তর : পিপীলিকা।
প্রশ্ন : সামাজিক নেটওয়ার্কে করা যায়-
উত্তর : ছবি, ভিডিও, তথ্য বিনিময়।

ফাতেমা বেগম তমা
সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয়
ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper