ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহু নির্বাচনী প্রশ্নোত্তর

নাহিদ সুলতানা
🕐 ১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯

১. ই-মেইল আইডিটি কেমন রাখার চেষ্টা করবে?
(ক) কঠিন ও দুর্বোধ্য
(খ) কঠিন কিন্তু বোধগম্য
(গ) সহজ-সরল ও দুর্বোধ্য
(ঘ) সহজ-সরল ও বোধগম্য
২. পাসওয়ার্ডের ক্ষেত্রে ইংরেজি ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষর হতে হবে-
i. একই ii. আলাদা iii. অভিন্ন
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii

৩. ওয়ার্কশিটে থাকতে পারে-
i. কলাম ii. সারি iii. সোর্স
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
(ক) রিং (খ) গুগল
(গ) ইয়াহু (ঘ) পিপীলিকা
৫. ই-মেইল কী?
(ক) ইমারজেন্সি মেইল
(খ) ইলেকট্রিক্যাল মেইল
(গ) ইঞ্জিনিয়ারিং মেইল (ঘ) ইলেকট্রনিক মেইল
৬. তারবিহীন ইন্টারনেট সংযোগ সম্ভব?
i. ওয়াইফাই ii. ওয়াইম্যাক্স iii. ব্রডব্যান্ড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৭. বর্তমানে কোনটি আমাদের নিজেদের অবস্থান জানতে সাহায্য করে?
(ক) জিপিএস (খ) আইপিএস
(গ) জিপিও (ঘ) জিএসপি
৮. সবার হাতে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য কোনটি বেশি সহায়ক?
(ক) ডেস্কটপ কম্পিউটার (খ) নোটবুক
(গ) ল্যাপটপ (ঘ) স্মার্ট ফোন
৯. কোনটি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক?
(ক) গুগল (খ) ইউটিউব
(গ) ফেসবুক (ঘ) টুইটার
১০. গুগলে কোন ভাষায় তথ্য খোঁজা যায়?
i. বাংলা ii. ইংরেজি iii. উভয়টিতে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) iii
১১. যাদের ই-মেইল ঠিকানা থাকে তাদের কতটি করে ই-মেইল ব্লক থাকে?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
১২. তারবিহীন ইন্টারনেট সংযোগ সম্ভব-
i. yahoo ii. gmail iii. aolmail
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩. পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত বর্ণের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে?
(ক) ৪-৩২ (খ) ৪-৩৬ (গ) ৬-৩২ (ঘ) ৬-৩৬
১৪. মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে?
(ক) কুইক টুলবার (খ) মেনুবার
(গ) রিবন (ঘ) চার্ট
১৫। ব্যবসায় লেনদেনে কোন মাধ্যমটি ভূমিকা রাখে-
i. ফ্যাক্স ii. মোবাইল ফোন iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কী প্রয়োজন?
ক. মোবাইল ফোন খ. রেডিও
গ. ল্যান্ডফোন ঘ. কীবোর্ড
১৭। বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থাসমৃদ্ধ স্থানকে কি বলে?
ক. বৈশ্বিক ভিলেজ খ. ভিলেজ
গ. গ্লোবাল ভিলেজ ঘ. বিশ্ব ব্রহ্মা-

নাহিদ সুলতানা, সহকারী শিক্ষক
মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা।

উত্তর : ১.ক ২.ঘ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.ঘ ৯.গ ১০.ঘ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ঘ ১৬.ক ১৭. গ।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper