ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ফাতেমা বেগম তমা
🕐 ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

প্রশ্ন : ভাষার জন্য একটি আন্দোলন হয়েছিল, সে আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তর : ১৯৫২ সালে।
প্রশ্ন : ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে একটি দল নিরঙ্কুশ বিজয় লাভ করে, সেটি কোন দল?
উত্তর : আওয়ামী লীগ।
প্রশ্ন : বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে কখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়?
উত্তর : ১৯৭১ সালের ২৬ মার্চ।

প্রশ্ন : ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, এটি কী নামে পরিচিত?
উত্তর : ‘মুজিবনগর সরকার’।
প্রশ্ন : এ সরকার কখন শপথগ্রহণ করে?
উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল।
প্রশ্ন : কাকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
প্রশ্ন : ১৯৭১ সালের ১১ জুলাই একটি বাহিনী গঠন করা হয়, বাহিনীটির নাম কী?
উত্তর : মুক্তিবাহিনী।
প্রশ্ন : মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির নাম কী?
উত্তর : জেনারেল মো. আতাউল গনি ওসমানী।
প্রশ্ন : মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?
উত্তর : ৩টি।
প্রশ্ন : যুদ্ধ পরিচালনায় সুবিধার জন্য সারা দেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল, কয়েকটি বলতে কতটি সেক্টর বোঝায়?
উত্তর : ১১টি সেক্টর।
প্রশ্ন : ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাকে নিয়ে একটি বাহিনী গঠিত হয়, এ বাহিনীর নাম কী?
উত্তর : মুক্তিফৌজ।
প্রশ্ন : মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?
উত্তর : বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক।
প্রশ্ন : সে সময় এ দেশের মানুষের একটি প্রিয় গান ছিল, সেটি কোন গান?
উত্তর : ‘জয় বাংলা বাংলার জয়’।
প্রশ্ন : মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল কোনটি?
উত্তর : জয় বাংলা।
প্রশ্ন : পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে, এ আক্রমণের নাম কী ছিল?
উত্তর : অপারেশন সার্চলাইট।
প্রশ্ন : বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল?
উত্তর : বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।
প্রশ্ন : প্রতিবছর বুদ্ধিজীবীদের স্মরণে ১টি দিন পালন করা হয়, সে দিনটি কোন দিন?
উত্তর : ১৪ ডিসেম্বর।
প্রশ্ন : কত তারিখে যৌথ বাহিনী গঠিত হয়?
উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর।
প্রশ্ন : ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়, এ আত্মসমর্পণ কত তারিখে ঘটে? উত্তর : ১৬ ডিসেম্বর।

ফাতেমা বেগম তমা, সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper