ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিজ্ঞান

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

মোস্তাফিজুর রহমান
🕐 ২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

প্রশ্ন : আমরা সবাই পরিবেশে বসবাস করি। আমাদের এ বাসস্থানের উপাদানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : আমাদের এ বাসস্থান বা পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়।
প্রশ্ন : জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন?
উত্তর : জীবের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন।
প্রশ্ন : প্রাণীরা খাদ্যসহ নানা প্রয়োজনে উদ্ভিদের ওপর নির্ভর করলেও উদ্ভিদও নানাভাবে প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদ কী কী কারণে প্রাণীর ওপর নির্ভর করে লিখ।
উত্তর : উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল।

প্রশ্ন : মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও।
উত্তর : মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু হলো- ক. মাটি খ. পানি ও গ. বায়ু।
প্রশ্ন : তোমার গ্রামের পুকুরে দেখতে পাও এমন দুটি উদ্ভিদের নাম লিখ।
উত্তর : আমার গ্রামের পুকুরে বা পানিতে বাস করে এমন দুটি উদ্ভিদের নাম হলো- ক. শাপলা খ. কচুরিপানা।
প্রশ্ন : পরাগায়ন কী?
উত্তর : নিষেকের উদ্দেশ্যে দুটি ফুলের পরাগ সংযোগকে পরাগায়ন বলে।
প্রশ্ন : বীজের বিস্তরণ কী?
উত্তর : মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।
প্রশ্ন : খাদ্যশৃঙ্খল কাকে বলে?
উত্তর : সূর্যশক্তি খাদ্যের মাধ্যমে এক জীব হতে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয়, তাকে খাদ্যশৃঙ্খল বলে।
প্রশ্ন : খাদ্যজাল কী?
উত্তর : খাদ্যজাল হলো কতগুলো খাদ্যশৃঙ্খলের সমষ্টি- যাদের একটি অন্যটির সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত।
প্রশ্ন : বাস্তুসংস্থান কী?
উত্তর : কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।
দ্বিতীয় অধ্যায় : পরিবেশ দূষণ
প্রশ্ন : পরিবেশ কখন দূষিত হয়েছে বলা হয়?
উত্তর : পরিবেশের কোনো পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে, তখন পরিবেশ দূষিত হয়েছে বলা হয়।
প্রশ্ন : আমাদের চারপাশের পরিবেশ নানা উপায়ে দূষিত হচ্ছে। এ দূষণের প্রধান উৎস কী?
উত্তর : শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উৎস।
প্রশ্ন : মানুষের নানাবিধ কর্মকাণ্ড পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তুলছে। এ কর্মকাণ্ডের ফলে কোন কোন ধরনের পরিবেশ দূষণ দেখা যায় লিখ।
উত্তর : মানুষের কর্মকাণ্ডের দূষিত হয় এমন চার ধরনের পরিবেশ দূষণ হলো- ক. বায়ু দূষণ, খ. পানি দূষণ, গ. মাটি দূষণ ও ঘ. শব্দ দূষণ।
প্রশ্ন : বায়ু দূষণের কারণে মানুষের কী কী রোগ হয়?
উত্তর : বায়ু দূষণের কারণে মানুষের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ হয়।
প্রশ্ন : মাটি দূষণের দুটি কারণ লেখ।
উত্তর : মাটি দূষণের দুটি কারণ হলো-
ক. কৃষিকাজে জমিতে সার ও কীটনাশকের ব্যবহার। খ. কল-কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ মাটিতে ফেলা।

মোস্তাফিজুর রহমান
সাবেক শিক্ষক, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper