ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলা সাহিত্য

আবু সাঈদ
🕐 ২:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. ‘একাত্তরের চিঠি’- কোন জাতীয় রচনা?
ক. মুক্তিযুদ্ধের বিবরণ
খ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
গ. মুক্তিযুদ্ধের পত্র সংকলন
ঘ. ভিন্নধর্মী ডায়েরি
২. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. মৃত্যুক্ষুধা খ. আলেয়া
গ. ঝিলিমিলি ঘ. মধুমালা
৩. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’ এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. সর্বনাম ঘ. বিশেষণের বিশেষণ
৪. ‘হাত-ভারী’ বাগধারার অর্থ-
ক. দাতা খ. কম খরচে
গ. দরিদ্র ঘ. কৃপণ
৫. ‘শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই’- এখানে ভুঁই কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী
খ. কারণে শূন্য
গ. কর্মে শূন্য
ঘ. অধিকরণে সপ্তমী
৬. কোনটি ‘বিটপী’ শব্দের সমার্থক নয়?
ক. পাদপ খ. দ্রুম
গ. তৃণ ঘ. তরু
৭. মাইকেল মধুসূদন দত্তের ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ একটি-
ক. পত্রকাব্য খ. কাহিনীকাব্য
গ. মহাকাব্য ঘ. খ- কবিতার সংকলন
৮. ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ
ক. নির্মোক খ. অজিন
গ. কৃত্তি ঘ. করভ
৯. মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল-
ক. ১৮০০-১৮২১
খ. ১৮২৪-১৮৭৩
গ. ১৮৬১-১৮৯৯
ঘ. ১৮৯৯-১৯৭৫
১০. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস-
ক. মৃত্যুক্ষুধা
খ. জীবনক্ষুধা
গ. আরেক ফাল্গুন
ঘ. লালসালু
১১. ক্রিয়ার মূলকে বলে-
ক. প্রত্যয় খ. ধাতু
গ. অব্যয় ঘ. সমাস
১২. চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
ক. বঙ্গীয় সাহিত্য পরিষদ
খ. এশিয়াটিক সোসাইটি
গ. শ্রীরামপুর মিশন
ঘ. ফোর্ট উইলিয়াম কলেজ
১৩. কোন গ্রন্থটি মৃতু্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন?
ক. বত্রিশ সিংহাসন
খ. প্রতাপাদিত্য চরিত্র
গ. পুরুষ পরীক্ষা
ঘ. মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্র
১৪. ‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
ক. সংস্কৃত খ. আরবি
গ. ফারসি ঘ. তুর্কি
১৫. শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি?
ক. মন্দির খ. বড়দিদি
গ. মেজদিদি ঘ. শ্রীকান্ত
১৬. ‘তন্বী’ কাব্যের কবি কে?
ক. প্রেমেন্দ্র মিত্র
খ. বুদ্ধদেব বসু
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বিষ্ণু দে
১৭. ‘সই কেবা শুনাইল শ্যামনাম’ পদটি কোন বৈষ্ণব কবির রচনা?’
ক. জ্ঞানদাস
খ. গোবিন্দ দাস
গ. দ্বিজ চ-ীদাস
ঘ. বলরাম দাস
১৮. মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
ক. রবীন্দ্র পরমেশ্বর
খ. কাশীরাম দাস
গ. শ্রীকর নন্দী ঘ. সঞ্জয়
১৯. মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?
ক. স্বরসঙ্গতি
খ. অভিশ্রুতি
গ. সম্প্রকর্ষ
ঘ. বিপ্রকর্ষ
২০. ‘নেমেসিস’ কোন ধরনের রচনা?
ক. নাটক খ. উপন্যাস
গ. কাব্য গ্রন্থ ঘ. প্রবন্ধ গ্রন্থ

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. গ ২. ক ৩. ক ৪. ঘ ৫. গ ৬. গ ৭. খ ৮. ক ৯. খ ১০ গ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper