ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৮, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. বি-৫২ কী?
ক. এক ধরনের যাত্রীবাহী বিমান
খ. এক বিশেষ ধরনের হেলিকপ্টার
গ. এক ধরনের বোমারু বিমান
ঘ. এক ধরনের ক্ষেপণাস্ত্র
২. সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ?
ক. গ্রিস ও তুরস্ক
খ. তুরস্ক ও ইরাক
গ. গ্রিস ও ইতালি
ঘ. স্পেন ও যুক্তরাজ্য
৩. ইনোসিস কি?
ক. বিভক্ত জার্মানির একত্রীকরণ
খ. সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন
গ. ইতালির ঐক্য
ঘ. আরব ঐক্যের ডাক
৪. দুরপ্রাচ্যের দেশ কোনটি?
ক. অস্ট্রেলিয়া
খ. নিউজিল্যান্ড
গ. মঙ্গোলিয়া
ঘ. সিরিয়া
৫.‘করনার স্টোন অব্ পিস’ স্থাপিত হয়েছে-
ক. ম্যাকাও
খ. হাইতি
গ. ওকিনাওয়া
ঘ. ভিয়েতনাম
৬. কেওক্রাডংয়ের উচ্চতা প্রায়?
ক. ১২৩০ ফুট
খ. ৪০৫৩ ফুট
গ. ১২৩১ ফুট
ঘ. ৩০৪৫ ফুট
৭. বাংলাদেশের ওপর দিয়ে কোন কাল্পনিক রেখা গেছে?
ক. মূল মধ্যরেখা
খ. মকর ক্রান্তি রেখা
গ. ট্রপিক অব ক্যান্সার
ঘ. কোনোটিই নয়
৮. বরিশালের প্রাচীন নাম নিচের কোনটি?
ক. চন্দ্রদ্বীপ খ. বাকলা
গ. ইসমাইলপুর
ঘ. সবগুলো
৯. মিশুকের স্থপতি কে?
ক. মোস্তফা মানোয়ার
খ. হামিদুর রহমান
গ. শামীম শিকদার
ঘ. হামিদুজ্জামান খান
১০. উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক. ২০০ কিমি
খ. ১২ নটিক্যাল মাইল
গ. ৩৫০ নটিক্যাল মাইল
ঘ. ৩৭০ কিমি
১১. ঘঅঞঙ কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৭ সালের ৪ আগস্ট
খ. ১৯৪৯ সালের ৪ এপ্রিল
গ. ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি
ঘ. ১৯৫১ সালের ৪ মে
১২. জি-৭-এর সদস্য নয় কোন দেশ?
ক. কানাডা
খ. ইতালি
গ. রোমানিয়া ঘ. জাপান
১৩. ‘স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
ক. নাগাসাকি
খ. নিউইয়র্ক
গ. টরন্টো
ঘ. হিরোশিমা
১৪. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?
ক. ইয়েন খ. পেসো
গ. ইউয়ান ঘ. উয়ন
১৫. বাস্তিল দুর্গের পতন হয়েছিল-
ক. ১৪ জুলাই ১৭৮৯
খ. ৭ জুন ১৭৮৮
গ. ৫ অক্টোবর ১৭৮৮
ঘ. ২৬ আগস্ট ১৭৮৮
১৬. জাতিসংঘ দিবস পালিত হয়-
ক. ২৪ অক্টোবর
খ. ২৪ আগস্ট
গ. ২৪ ডিসেম্বর
ঘ. ২৪ নভেম্বর
১৭. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন-
ক. এটর্নি জেনারেল
খ. আইন মন্ত্রী
গ. সচিব
ঘ. প্রধান বিচারপতি
১৮. নিচের কোন সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত?
ক. আকিয়াব
খ. আকাবান
গ. আকাবা
ঘ. আবাদান
১৯. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?
ক. ১৯৪৪ সালে
খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৪৭ সালে

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.গ ২.ক ৩.গ ৪.গ ৫.গ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.গ ১৩. ক ১৪.ঘ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯. খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper