ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বিজ্ঞান

আজাদুর রহমান
🕐 ২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৩, ২০১৯

প্রশ্ন : পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় কী?
উত্তর : পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি করা।
প্রশ্ন : এসিড বৃষ্টির দুটি ক্ষতিকর দিক লেখো।
উত্তর : এসিড বৃষ্টির দুটি ক্ষতিকর দিক হলো-
i. এসিড বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে।
ii. এ বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারাও যেতে পারে।

প্রশ্ন : পরিবেশ সংরক্ষণে তোমার দুটি করণীয় লেখো।
উত্তর : পরিবেশ সংরক্ষণে আমার দুটি করণীয় হলো-
i. বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।
ii. গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি।
প্রশ্ন : মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম লেখো।
উত্তর : মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন দুটি জিনিসের নাম হলো-
i. কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক।
ii. গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য।
প্রশ্ন : শব্দদূষণের ফলে মানবদেহে সৃষ্ট একটি প্রভাব লেখো।
উত্তর : শব্দদূষণের ফলে মানবদেহে সৃষ্ট একটি ক্ষতিকর প্রভাব হলো শ্রবণশক্তি হ্রাস।
প্রশ্ন : পরিবেশ দূষণের অন্যতম কারণটি লেখো।
উত্তর : পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণটি হলো শিল্পায়ন।
প্রশ্ন : পরিবেশ দূষণ কী?
উত্তর : পরিবেশের বিভিন্ন পরিবর্তন, যা জীবের জন্য ক্ষতিকর, তাকে পরিবেশ দূষণ বলে।
প্রশ্ন : দুই ধরনের পরিবেশ দূষণের নাম লেখো।
উত্তর : দুই ধরনের পরিবেশ দূষণের নাম হলো-
র. পানিদূষণ ও
রর. বায়ুদূষণ।
প্রশ্ন : আমরা কীভাবে বিদ্যুতের অপচয় রোধ করতে পারি?
উত্তর : আমরা কাজ শেষে বাতি নিভিয়ে, ফ্যান বন্ধ করে বিদ্যুতের অপচয় রোধ করতে পারি।
প্রশ্ন : সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ কী বলে তুমি মনে করো?
উত্তর : হিমবাহ গলার কারণে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে বলে আমি মনে করি।
প্রশ্ন : বিভিন্ন কারণে প্রাকৃতিক পরিবেশ দূষিত হয়। এর জন্য মানুষের কর্মকা- প্রধাণত দায়ী। পরিবেশের দূষণগুলো কী কী?
উত্তর : পরিবেশের দূষণগুলো হলো-
i. বায়ুদূষণ, ii. পানিদূষণ,
iii. মাটিদূষণ ও রা. শব্দদূষণ।
প্রশ্ন : মাটি পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্নভাবে এ মাটি দূষিত হয়। মাটি দূষণের দুটি কারণ লেখো।
উত্তর : মাটি দূষণের দুটি কারণ হলো-
i. কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয়।
ii. কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদির কারণে মাটি দূষিত হয়।
প্রশ্ন : যানবাহন ও কলকারখানার বিষাক্ত ধোঁয়া, ধূলিকণা, ক্ষতিকর গ্যাস ইত্যাদি বায়ুদূষণের প্রধাণ কারণ। বায়ুদূষণের ফলে মানুষের কী কী ক্ষতি হতে পারে?
উত্তর : বায়ুদূষণের ফলে ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগ হতে পারে।

আজাদুর রহমান, সিনিয়র শিক্ষক
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper