ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবম-দশম

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীর বরণ মাঝি
🕐 ১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০১, ২০১৯

১। ১৯৭০ খ্রিস্টাব্দের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল? (ক) ১৬৭ (খ) ১৯৮
(গ) ২৬৭ (ঘ) ২৯৮
২। ‘স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল- (i) নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করায় (ii) জাতীয় পরিষদের আহুত অধিবেশন স্থগিত করায়

(iii) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভর্তি ফি বৃদ্ধি করায় (ক) i ও ii (খ) i ও iii
(গ) iiও iii (ঘ) i, ii ও iii। নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : ‘ক’ রাষ্ট্রের শাসকশ্রেণির বিরুদ্ধে জনগণের যৌক্তিক মুক্তিসংগ্রামে ‘খ’ রাষ্ট্রে ‘ক’ রাষ্ট্রের অত্যাচারিত ও আশ্রয়হীন মানুষকে আশ্রয়, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য করে এবং দুঃখ-দুর্দশা কথাও বিশ্বের কাছে তুলে ধরে। ৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের ‘খ’ রাষ্ট্রের ভূমিকার মত ছিল? (ক) চীন (খ) ভারত
(গ) নেপাল (ঘ) মায়ানমার ৪। উক্ত রাষ্ট্রের গৃহীত কর্মকা-ের ফলে- (i) স্বাধীনতা লাভ ত্বরান্বিত হয় (ii) মনবাধিকার রক্ষিত হয় (iii) বহির্বিশ্বে বাংলাদেশের নির্যাতেনের চিত্র প্রকাশিত হয় (ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii ৫। বঙ্গবন্ধু শিক্ষকদের কয় মাসের বকেয়া বেতন পরিশোধ করেন?
(ক) ৬ (খ) ৭ (গ) ৮ (ঘ) ৯ ৬। বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে গ্রেফতার হন? (ক) ২৫ মার্চ (খ) ২৬ মার্চ
(গ) ২৭ মার্চ (ঘ) ২৮ মার্চ
৭ । মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহিদের অমর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে- (ক) শহিদ মিনার
(খ) মুজিবনগর স্মৃতি সৌধ
(গ) জাতীয় স্মৃতি সৌধ
(ঘ) শিখা চিরন্তন
৮। ‘স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কত সালে? (ক) ১ মার্চ ১৯৭০
(খ) ২ মার্চ ১৯৭০
(গ) ৩ মার্চ ১৯৭০
(ঘ) ৪ মার্চ ১৯৭১ ৯। আইয়ুব খানের পর কে ক্ষমতায় আসেন?
(ক) ইয়াহিয়া খান (খ) টিক্কা খান
(গ) জুলফিকার আলী ভুট্টো (ঘ) ইস্কান্দার মির্জা। নিচের উদ্দীপকের আলোকে ১০ও ১১নং প্রশ্নের উত্তর দাও : ইশরাত খানমের পিতা বলেছিলেন, তিনি জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়লাভ হওয়া সত্ত্বেও শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন। ১০। উদ্দীপকে স্বাধীনতা পূর্ব কোন নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে? (ক) ১৯৫৪ সালের (খ) ১৯৫৮ সালের (গ) ১৯৭০ সালের
(ঘ) ১৯৭৩ সালের।
১১। উদ্দীপকে স্বাধীনতা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ-
(i) ২৯৮টি আসন লাভ করে
(ii) নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে (ররর) ক্ষমতা দখল করে (ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১২। জাতীয় স্মৃতিসৌদ বাঙালির-
(i) অহংকার (ii) গৌরব
(iii) মর্যাদার প্রতীক (ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৩। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
(ক) জনগণ (খ) গণমাধ্যম
(গ) ছাত্র (ঘ) শিক্ষক ১৪। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক ছিলেন কে?
(ক) আতাউল গনি ওসমানী
(খ) মওলানা ভাসানী (গ) তাজউদ্দিন আহমেদ (ঘ) এম মনসুর আলী ১৫। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী দেশ হিসেবে কোনটি অধিক যুক্তিযুক্ত?
(ক) ভারত (খ) ভুটান
(গ) নেপাল (ঘ) ইরাক
১৬। তাজউদ্দিন আহমেদ ছিলেন-
(i) বঙ্গবন্ধুর বিশ্বস্ত লোক
(ii) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর
(iii) মুজিবনগর সরকারেরর প্রধানমন্ত্রী
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii

সুধীর বরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর।

উত্তর : ১(ঘ), ২(ক), ৩(খ), ৪(ঘ), ৫(ঘ), ৬(খ), ৭(গ), ৮(ক), ৯(ক), ১০(গ), ১১(খ), ১২(ঘ), ১৩(ক), ১৪(গ),১৫(ক),১৬(ঘ)।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper