ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

জ্ঞানমূলক প্রশ্ন

মোস্তাফিজুর রহমান
🕐 ৩:২২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

প্রশ্ন : পরমাণু কাকে বলে?
উত্তর : পদার্থের ক্ষুদ্রতম কণা, যারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে, তাদের পরমাণু বলে।

প্রশ্ন : অ্যাটম শব্দের অর্থ কী?

উত্তর : অ্যাটম শব্দের অর্থ হলো অবিভাজ্য।

প্রশ্ন : পরমাণু মডেল কী?
উত্তর : পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কীভাবে বিন্যস্ত থাকে, তার উপস্থাপনাকে পরমাণু মডেল বলে।

প্রশ্ন : পারমাণবিক সংখ্যা কী?
উত্তর : কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে।

প্রশ্ন : ভরসংখ্যা কী?
উত্তর : কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভরসংখ্যা বলে।

প্রশ্ন : আইসোটোপ কাকে বলে?
উত্তর : কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু, যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান; কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদের ওই মৌলের আইসোটোপ বলে।

প্রশ্ন : তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?
উত্তর : সাধারণত আইসোটোপ অস্থায়ী। অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে। তাই এদের তেজস্ক্রিয় আইসোটোপ বলে।

প্রশ্ন : শক্তিস্তর কী?
উত্তর : পরমাণুর ইলেকট্রনসমূহ কিছু সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে অবস্থান নেয়, এসব কক্ষপথকে শক্তিস্তর বলে।

অনুধাবনমূলক প্রশ্ন
প্রশ্ন : ডাল্টনের মতবাদ বলতে কী বোঝায়?
উত্তর : ১৮০৩ সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বলেন, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না।

প্রশ্ন : রাদারফোর্ডের মডেল বলতে কী বোঝায়?
উত্তর : রাদারফোর্ডের মতে, পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরো ব্যাখ্যা দেন, পরমাণুর বেশির ভাগ জায়গা ফাঁকা। আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে।

প্রশ্ন : অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কী বোঝায়।
উত্তর : কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। অক্সিজেনের একটি পরমাণুতে ৮টি প্রোটন আছে। তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮।

প্রশ্ন : সোডিয়ামের ভরসংখ্যা ২৩ বলতে কী বোঝো?
উত্তর : কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভরসংখ্যা বলে।
সোডিয়ামের একটি পরমাণুতে ১১টি প্রোটন ও ১২টি নিউট্রন আছে। তাই সোডিয়ামের ভরসংখ্যা ১১+১২=২৩

প্রশ্ন : আইসোটোপ বলতে কী বোঝায়?
উত্তর : কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু, যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান; কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদের ওই মৌলের আইসোটোপ বলে।

প্রশ্ন : একই মৌলের ভিন্ন ভরসংখ্যাবিশিষ্ট পরমাণুর ব্যবহার লেখ।
উত্তর : একই মৌলের ভিন্ন ভরসংখ্যাবিশিষ্ট পরমাণুকে আইসোটোপ বলে। বিভিন্ন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার রয়েছে। ক্ষুদ্র রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। ক্যান্সার কোষ ধ্বংস, কৃষিক্ষেত্রে, খাদ্যদ্রব্য সংরক্ষণে এবং ভূ-তাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজেও আইসোটোপ ব্যবহার করা হয়।

প্রশ্ন : আইসোটোপগুলোতে ভরের ভিন্নতা রয়েছে- ব্যাখ্যা করো।
উত্তর : কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু, যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান; কিন্তু ভরসংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলে।
যেমন-হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম। প্রোটিয়ামের পারমাণবিক সংখ্যা ১ এবং ভরসংখ্যা ১, ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা ১, কিন্তু ভরসংখ্যা ২; ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা ১, ভরসংখ্যা ৩; তাই আইসোটোপগুলোতে ভরের ভিন্নতা রয়েছে।

সাবেক শিক্ষক
ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper