ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

ব্যবসায় উদ্যোগ

সাইদুর রহমান
🕐 ৭:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

নবম-দশম
১. ফ্রানসাইজিং কাকে বলে?
- কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্রানসাইজিং বলে।

২. সব ব্যবসায় কী ধরনের হতে হবে? - দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত ও বৈধ হতে হবে।

৩. কত সালে ব্যবসায় উদ্যোগ কোর্সটি ঐচ্ছিক বিষয় হিসেবে মাধ্যমিক পর্যায় অন্তর্ভুক্ত করা হয়?
- ১৯৯৮ শিক্ষাবর্ষ থেকে।

৪. ব্যবসায় উদ্যোগ বইটি তৃতীয় সংস্করণে কত কপি ছাপানো হয়েছিল? - ৮,০০০ কপি।

৫. ব্যবসায় উদ্যোগ বইটি ৪র্থ সংস্করণের কত কপি ছাপানো হয়েছিল? - ৪,০০০ কপি।

৬. উদ্যোগ বইটির নকল কপি বিক্রি হওয়া সত্ত্বেও লেখক কেন কোনো প্রকার আইনগত ব্যবস্থা নিতে পারেননি? - তার কোনো কপিরাইট করা ছিল না।

৭. ব্যবসায়ের উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনগুলো?
- কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি।

৮. লাইসেন্স কাকে বলে?
- যে কোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়, এ নিবন্ধন বা অনুমোদনকেই লাইসেন্স বলে।

৯. প্রতিষ্ঠান ভেদে অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি কেমন হতে পারে? - বিভিন্ন রকমের।

১০. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ের লাইসেন্স সংগ্রহ করতে হবে? - পৌর বা শহর অঞ্চলে ব্যবসায় করলে।

১১. পৌর এলাকার ভেতরে অবস্থিত একমালিকানা ব্যবসায় কার কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয়?- পৌর কর্তৃপক্ষের কাছ থেকে।

১২. একক মালিকানা ব্যবসায় যদি পৌর এলাকার বাইরে হয় তাহলে কোথা থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয়? - সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে।

১৩. বাংলাদেশে কোনো ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়? - অংশীদারি ব্যবসায়।

১৪. নিবন্ধনের ক্ষেত্রে আবেদনের ফরমের সঙ্গে কী করতে হবে? - নির্দিষ্ট হারে ফি জমা দিতে হবে।

১৫. কোম্পানি আইন অনুসারে বাংলাদেশে কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?
- যৌথ মূলধনী ব্যবসায়।

১৬. কে কোম্পানির নিবন্ধকের ভূমিকা পালন করে?
- রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি।

১৭. কোম্পানি নিবন্ধনের জন্য কারা নিবন্ধকের নিকট আবেদন করে? - কোম্পানির প্রবর্তকগণ।

১৮. কখন নিবন্ধক একটি কোম্পানিকে নিবন্ধনপত্র প্রদান করে?
- কোম্পানির দলিলাদি ও প্রমাণপত্র পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্ট হলে।

১৯. একটি কোম্পানি কখন জন্ম লাভ করে? - নিবন্ধনপত্র পাওয়ার পর।

২০. প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কতজন প্রবর্তক নিবন্ধনের জন্য আবেদন করতে হবে?
- কমপক্ষে দুজন প্রবর্তক

২১. পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে কতজন প্রবর্তক নিবন্ধনের জন্য আবেদন করতে হবে? - কমপক্ষে সাতজন।

২২. কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায় শুরু করতে পারে?
- প্রাইভেট লিমিটেড কোম্পানি।

২৩. পাবলিক লি. কোম্পানির ব্যবসায় শুরু করার জন্য কোনটির প্রয়োজন পড়ে? - কার্যারস্তের অনুমতিপত্র।

২৪. নিবন্ধনপত্র পাওয়ার পর পর কোন কোম্পানি ব্যবসায় শুরু করতে পারে না? - পাবলিক লিমিটেড কোম্পানি।


শিক্ষক সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper