ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীর বরণ মাঝি
🕐 ২:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

১। যে দেশে ‘৭ থেকে ১৬’ বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়-
i. বাংলাদেশ ii. ভারত iii. শ্রীলঙ্কা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
২। জাপানে কিশোর অপরাধীর বয়সসীমা-
ক) ৭ থেকে ১৬ বছর
খ) ৭ থেকে ১৮ বছর
গ) ১৪ থেকে ২০ বছর
ঘ) ১৫ থেকে ২০ বছর

৩। আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ-
ক) সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাব খ) দারিদ্র্য গ) সঙ্গদোষ
ঘ) ইন্টারনেটের অপব্যবহার
৪। কোনটি শিশুমনে হীনম্মন্যতার জন্ম দেয়?
ক) দারিদ্র্য
খ) শারীরিক-মানসিক ত্রুটি
গ) নিরক্ষরতা (ঘ) সামাজিক মর্যাদা
৫। একজন মাদক গ্রহণকারী ব্যক্তির যে ধরনের শারীরিক ক্ষতি হতে পারে-
i. হৃদেরাগ ii. যক্ষ্মা iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৬। মাদক প্রতিরোধে তরুণদের কোন প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ করতে হবে?
ক) ধূমপানকে রোধ করুন
খ) মাদককে রোধ করুন
গ) ধূমপানকে না বলুন
ঘ) মাদককে না বলুন
৭। ‘ক’ একজন মাদকসেবী। সে যে ধরনের মানসিক সমস্যায় ভোগে-
র. হতাশা রর. হীনম্মন্যতা
ররর. পারিবারিক মর্যাদাহীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৮। পিতা-মাতার বারবার কর্মস্থল পরিবর্তন সন্তানদের কী সমস্যায় ফেলে?
ক) মানসিক সমস্যা
খ) শিক্ষা গ্রহণে সমস্যা
গ) আর্থিক সমস্যা
ঘ) বন্ধু নির্বাচনে সমস্যা
৯। সারির বয়স ১৯ বছর। সে একজন কিশোর অপরাধী। সে কোন দেশের নাগরিক?
ক) ভারত খ) থাইল্যান্ড
গ) পাকিস্তান ঘ) জাপান
১০। মাদকাসক্তি প্রতিরোধে কোনটিকে গুরুত্ব দিতে হবে?
ক) কারিগরি শিক্ষা
খ) নৈতিক শিক্ষা গ) সহশিক্ষা
ঘ) পারিবারিক শিক্ষা
১১। কোন ধরনের শিশু-কিশোররা অনেক সময় অপরাধী হয়ে ওঠে?
i. বেশি রকম আবেগপ্রবণ
ii. প্রতিভাবান iii. অমনোযোগী
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১২। রোহানের বাবা বিদেশে চাকরিরত। তার মা-ও কর্মজীবী। রোহান বাসায় একা থাকে। তার কোনো বন্ধু নেই। হঠাৎ করেই পাড়ার কিছু ছেলের পাল্লায় পড়ে সে মাদক গ্রহণ শুরু করে। এখানে রোহানের মাদকদ্রব্য গ্রহণের পেছনে কোন কারণটি প্রধানত দায়ী?
ক) কৌতূহল
খ) পারিবারিক অশান্তি
গ) অসৎ সঙ্গ ঘ) নিঃসঙ্গতা
১৩। বর্তমানে কোনটির প্রভাব মাদকাসক্তির পেছনে একটি বড় কারণ হিসেবে কাজ করে?
ক) অপসংস্কৃতি খ) গণমাধ্যম
গ) পারিবারিক অশান্তি
ঘ) সামাজিক নৈরাজ্য
১৪। শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য প্রয়োজন-
i. পাঠাগার স্থাপন
ii. ব্যায়ামাগার স্থাপন
iii. বিভিন্ন পাড়া-মহল্লায় ইন্টারনেট সংযোগ স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৫। মাদকাসক্তি প্রতিরোধে প্রয়োজন-
র. সুস্থ চিত্তবিনোদনের ব্যবস্থা করে শিশু-কিশোরদের আকৃষ্ট করা
রর. নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন প্রচার বন্ধ করা
ররর. মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii

সুধীর বরণ মাঝি, শিক্ষক
হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর।

উত্তর : ১. ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩.ক ১৪. ক ১৫. ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper