ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবম-দশম : গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

হিসাববিজ্ঞান

মনিরুজ্জামান সরকার
🕐 ৬:৩৯ অপরাহ্ণ, আগস্ট ০৮, ২০১৯

সৃজনশীল
প্রশ্ন : জীবনকে সুন্দর ও ভালোভাবে পরিচালনার জন্য কী দরকার?
উত্তর : সুচিন্তিত পরিকল্পনা ও সঠিক ব্যবহার।

 

প্রশ্ন : কীসের ওপর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা গড়ে উঠতে পারে?
উত্তর : সঠিক আয় ও ব্যয়ের প্রয়োজনের ওপর।

প্রশ্ন : সামাজিক ও পারিবারিক জীবনযাপন কী করা উচিত?
উত্তর : ‘আয় বুঝে ব্যয় করা’।

প্রশ্ন : কী না করলে আয় বুঝে ব্যয় করা সম্ভব নয়?
উত্তর : পরিবারের আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণ না করলে।

প্রশ্ন : কী মাফিক পারিবারিক হিসাব ব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে?
উত্তর : সঠিক পরিকল্পনা।

প্রশ্ন : মানুষের সুখের ঠিকানা কোনটি?
উত্তর : পারিবারিক বন্ধন?

প্রশ্ন : পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশটি কী?
উত্তর : সঠিক হিসাব ব্যবস্থা।

প্রশ্ন : পারিবারিক হিসাব ব্যবস্থায় কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান?
উত্তর : ৫টি।

প্রশ্ন : পারিবারিক হিসাব-নিকাশের ক্ষেত্রে কী নেই?
উত্তর : জবাবদিহিতা বা দায়বদ্ধতা।

প্রশ্ন : পারিবারিক হিসাব ব্যবস্থার কয়টি প্রয়োজনীয়তা?
উত্তর : ৬টি।

প্রশ্ন : পারিবারিক হিসাব ব্যবস্থার প্রথম প্রয়োজনীয়তাটি কী?
উত্তর : সুষ্ঠু পরিকল্পনা।

প্রশ্ন : কোন মতবাদ অনুযায়ী পারিবারিক হিসাব ব্যবস্থা পরিচালিত করলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি পায়?
উত্তর : ‘আয় বুঝে ব্যয় করা’

প্রশ্ন : সুষ্ঠু হিসাব-নিকাশের মাধ্যমে কীসের প্রবণতা বৃদ্ধি পায়?
উত্তর : সঞ্চয়ের প্রবণতা।

প্রশ্ন : কীসের মাধ্যমে পারিবারিক কলহ ও বিশৃঙ্খলা থেকে রক্ষা পাওয়া যায়?
উত্তর : সুষ্ঠু পারিবারিক হিসাব ব্যবস্থা থাকলে।

প্রশ্ন : বাজেট বলতে কী বোঝায়?
উত্তর : পরিকল্পনার সংখ্যাতত্ত্ব প্রকাশ।

প্রশ্ন : বাজেট প্রস্তুতের কী নেই?
উত্তর : ধরাবাঁধা নিয়ম নেই।

প্রশ্ন : পারিবারিক বাজেট বলতে কী বোঝায়?
উত্তর : পরিবারকেন্দ্রিক আয়-ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনা।

প্রশ্ন : বাজেট প্রণয়ন করার মাধ্যমে পরিবারকে কীসের ভেতরে আনা হয়?
উত্তর : একটি নির্দিষ্ট কাঠামোর।

প্রশ্ন : পারিবারিক বাজেটে খাদ্য খাতে শতকরা কত ভাগ ব্যয় হয়?
উত্তর : ২০%-২৫%।

প্রশ্ন :পারিবারিক বস্ত্র খাতে খাদ্য খাতে শতকরা কত ভাগ ব্যয় হয়?
উত্তর : ৫%-১০%।

প্রশ্ন : পারিবারিক বাজেটে শিল্প খাতে শতকরা কত ভাগ ব্যয় হয়?
উত্তর : ১০%-১৫%।

সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ ঢাকা

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper