ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

কৃষিশিক্ষা

আয়শা আবেদিন, প্রভাষক
🕐 ৩:০৭ অপরাহ্ণ, আগস্ট ০৬, ২০১৯

১। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কোনটি?
(ক) জলাবদ্ধতা
(খ) মাটির লবণাক্ততা
(গ) বাতাসের বিষাক্ত গ্যাস
(ঘ) মাটিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ
২। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী পরিবেশগত উপাদান কোনটি?
(ক) জলাবদ্ধতা (খ) মাটির লবণাক্ততা (গ) খরা
(ঘ) উচ্চ তাপ

৩। এক সময় বাংলাদেশের শস্যভাণ্ডার ছিল কোনটি?
(ক) খুলনা (খ) রাজশাহী
(গ) বরিশাল (ঘ) সিলেট
৪। বাংলাদেশের কৃষি খাতে কয়টি আশঙ্কাজনক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে?
(ক) ২টি (খ) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
৫। বাংলাদেশে প্রতিবছর কি হারে আবাদি জমি কমে যাচ্ছে?
(ক) ১% (খ) ১.৩৯%
(গ) ২% (ঘ) ২.৫%
৬। ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিক থাকে কোন উপাদান ঠিক থাকলে?
(i) জলবায়ুগত উপাদান (ii) পরিবেশগত উপাদান
(iii) কৃত্রিম উপাদান
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii
(ঘ) i ও iii
৭। জৈব রাসায়নিক ও শরীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে ফসলের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করাকে বলে ফসলের-
(ক) প্রতিকূল অবস্থা
(খ) অনুকূল অবস্থা
(গ) স্বাভাবিক ক্ষমতা
(ঘ) অভিযোজন ক্ষমতা
৮। এ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কী পরিমাণ জমি চাষের অনুপোযোগী হয়ে পড়েছে?
(ক) ৫ লাখ হেক্টর
(খ) ৮ লাখ হেক্টর
(গ) ১০ লাখ হেক্টর
(ঘ) ১২ লাখ হেক্টর
৯। বাংলাদেশে প্রতিবছর জনসংখ্যা বাড়ছে কত হারে?
(ক) ১% হারে
(খ) ১.৩৯% হারে
(গ) ১.৭৯ হারে
(ঘ) ২% হারে
১০। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কোনো অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে?
(ক) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
(খ) উত্তর-পশ্চিমাঞ্চল
(গ) দক্ষিণ-পূর্বাঞ্চল
(ঘ) দক্ষিণাঞ্চল
১১। ‘সিডোরে’ কী পরিমাণ ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল?
(ক) ১৩ লাখ টন (খ) ১০ লাখ টন
(গ) ১৫ লাখ টন (ঘ) ১২ লাখ টন
১২। লবণাক্ততা কোন অঞ্চলের কৃষির সমস্যা?
(ক) পূর্বাঞ্চল (খ) পশ্চিমাঞ্চল
(গ) দক্ষিণাঞ্চল
(ঘ) উত্তরাঞ্চল
১৩। জলবায়ু ও পরিবেশগত কারণে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হলে তাকে বলে-
(ক) প্রতিকূল পরিবেশ
(খ) অনুকূল পরিবেশ
(গ) অভিযোজন
(ঘ) স্বাভাবিক পরিবেশ
১৪। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান হল-
(i) বন্যা (ii) খরা
(iii) নিম্নতাপ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৫। ২০০৭ সালের বন্যায় সারা দেশের শতকরা কত ভাগ এলাকা প্লাবিত হয়েছিল?
(ক) ৪০% (খ) ৫০%
(গ) ৬০% (ঘ) ৭০%
১৬। মাটির উপরিভাগের সূক্ষ ছিদ্রগুলো বন্ধ করে দিলে-
(ক) রস সংরক্ষণ হবে
(খ) আগাছা নিয়ন্ত্রণ হবে
(গ) জলাবদ্ধতা সৃষ্টি হবে
(ঘ) উর্বরতা বৃদ্ধি পাবে

আয়শা আবেদিন, প্রভাষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

উত্তর : ১.ক, ২.খ, ৩.গ, ৪.খ, ৫ক, ৬.গ, ৭.ঘ, ৮.গ, ৯.খ, ১০.খ, ১১.ক, ১২.গ, ১৩.ক, ১৪.ঘ, ১৫.গ, ১৬.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper