ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও আন্তর্জাতিক

আবু সাঈদ
🕐 ২:০৫ অপরাহ্ণ, আগস্ট ০৫, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ সাধারণ জ্ঞানবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই।

১. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে
বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
ক. ২৫ মার্চ ১৯৭১
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১৪ ডিসেম্বর ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর
২. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
ক. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
খ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
গ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ঘ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
৩.পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম-
ক. ড. জি সি দেব
খ. মুনীর চৌধুরী
গ. রাশিদুল হাসান
ঘ. বিজয়কৃষ
৪.‘গারো’ ক্ষুদ্র জাতিসত্তার সমাজে
পরিবারের প্রধান কে?
ক. বাবা খ. মা
গ. প্রবীন ব্যক্তি
ঘ. বড় ভাই
৫. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখ গণপরিষদে উত্থাপিত হয়?
ক. ১২ অক্টোবর ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর ১৯৭২
গ. ২৬ মার্চ ১৯৭৩
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭৩
৬. বাংলাদেশ সংবিধানের প্রথম
সংশোধনী কবে গৃহীত হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
৭. বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত সংশোধন হয়েছে
ক. ১৪ বার
খ. ১৫ বার
গ. ১৭ বার
ঘ. ১৩ বার
৮. দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে?
ক. বেগম কবিতা খানম
খ. মো. মাহাবুব তালুকদার
গ. কে এম নূরুল হুদা
ঘ. মো. রফিকুল ইসলাম
৯. কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. কুমিল্লা
খ. গাজীপুর
গ. কুষ্টিয়া
ঘ. সিলেট
১০. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’এর পরিচালক কে?
ক. আবির খান
খ. তানভীর মোকাম্মেল
গ. নাসিরউদ্দিন ইউসুফ
ঘ. মোরশেদুল ইসলাম
১১.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
ক. সেনেগাল
খ. দ. আফ্রিকা
গ. মিশর
ঘ. কেনিয়া
১২. কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?
ক. গধপযধষষ ঔধপশংড়হ
খ. ঊষারং ঢ়ৎরংষবু
গ. ঔড়যহ ষবহড়হ
ঘ. এবড়ৎমব ঐধৎৎরংড়হ
১৩. জাতিসংঘের প্রথম মানবিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) তুরস্কে
খ) সুইজারল্যান্ডে
গ) জাপানে
ঘ) সুইডেনে
১৪. দীর্ঘতম পাতাল রেলপথ কোথায়?
ক) জাপান
খ) সুইজারল্যান্ড
গ) সুইডেন
ঘ) জার্মানি
১৫. সম্প্রতি হজ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ?
ক) ইরাক খ) ইরান
গ) আফগানিস্তান
ঘ) সংযুক্ত আরব আমিরাত
১৬. তথ্য অধিকার আইন পাস হয় কবে?
ক) ২০০৯ সালে
খ) ২০০৮ সালে
গ) ২০১৪ সালে
ঘ) ২০১৫ সালে

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.খ ৫.ক ৬.খ ৭.গ ৮.গ ৯.গ ১০.ক ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper