ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বিজ্ঞান

নাহিদ সুলতানা
🕐 ৪:১৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯

প্রশ্ন : বীজের বিস্তরণ বলতে কী বোঝো?
উত্তর : মাতৃ-উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ।

প্রশ্ন : তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লিখ।

উত্তর : তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম নিচে দেয়া হল : পেন ড্রাইভ, সিডি, মেমরি কার্ড

প্রশ্ন : কোনো প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়?
উত্তর : আমরা নানাভাবে তথ্য বিনিময় করতে
পারি। যেমন-
১. টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে তথ্য বিনিময় করতে পারি।
২. তথ্য আদান-প্রদানের জন্য চিঠি লিখতে পারি।
৩. ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি।

৪. বর্তমানে খুদে বার্তা (এসএমএস), ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান-প্রদান করতে পারি।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন :
প্রশ্ন : ঘাস কোন ধরনের উদ্ভিদ? বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল-উক্তিটি পাঁচটি বাক্যে লেখো।
উত্তর : ঘাস তৃণজাতীয় উদ্ভিদ। বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল, তা পাঁচটি বাক্যে নিম্নে দেওয়া হলো :
i. প্রাণীর মলমূত্র, মৃত প্রাণী প্রভৃতি মাটির সঙ্গে মিলে মাটির উর্বরতা বৃদ্ধি করে, যা উদ্ভিদের পুষ্টির জন্য প্রয়োজন
ii. সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে।
iii. প্রাণী উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। iv. কীটপতঙ্গ, পাখি ইত্যাদি দ্বারা উদ্ভিদের পরাগায়ণ ঘটে। v. সব প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল।


সহকারী শিক্ষক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper