ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ফাতেমা বেগম তমা
🕐 ৩:০০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

প্রশ্ন : পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণ পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পাঁচটি কারণ হলো
i. নবাব পরিবারের কিছু সদস্যের ষড়যন্ত্রের জন্য।
ii. সৈন্যবাহিনীর প্রধান মীরজাফর নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।
iii. নবাবের অভিজ্ঞতা, দূরদর্শিতার অভাব।
iv. বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্র।
v. নবাবের শত্রুপক্ষের রণকৌশল ছিল খুব উন্নত।

প্রশ্ন : ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের পাঁচটি কারণ লেখ।
উত্তর : ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের পাঁচটি কারণ নিম্নে উল্লেখ করা হলো
i. অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানা।
ii. ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে আকর্ষণ বৃদ্ধি করা।
iii. ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
vi. নিদর্শনগুলোর সঠিক ইতিহাস জানা।
v. ঐতিহাসিক স্থানগুলোর ছবি সংগ্রহে রাখা যায়।

প্রশ্ন : পাহাড়পুরের আরেক নাম কী? এটি কোন জেলায় অবস্থিত? এর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : পাহাড়পুরের আরেক নাম সোমপুর বিহার। এটি নওগাঁ জেলায় অবস্থিত।
পাহাড়পুরের তিনটি বৈশিষ্ট্য হলো-
i. বৌদ্ধ বিহারের চারপাশে ১৭৭টি গোপন কুঠুরি আছে।
ii. এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর ও পাকা নর্দমা আছে।
iii. এখানে জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা পাওয়া গেছে।

প্রশ্ন : পাট কী? পাটকে সোনালি আঁশ বলা হয় কেন? পাটের তিনটি ব্যবহার লেখ।
উত্তর : পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য পাটকে সোনালি আঁশ বলা হয়।

সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper