ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৯

১. হাম কিভাবে হয়?
ক) খালি গায়ে থাকলে
খ) ভাইরাস দ্বারা
গ) শরীরে বেশি তাপ উৎপন্ন করলে ঘ) রক্তচাপ বৃদ্ধি পেলে

২. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

ক) স্নায়ুতন্ত্রের
খ) রেচনতন্ত্রের
গ) পরিপাকতন্ত্রের
ঘ) শ্বাসতন্ত্রের

৩. নিচের কোন মেমোরিটি Non-volatile?
ক) SRAM খ) DRAM
গ) জঙগ ঘ) ওপরের সবগুলোই

৪. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়Ñ
ক) প্যাথজেনিক খ) ইনফেকশন
গ) টক্সিন ঘ) জীবাণু

৫. Wi-fi কোন স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে কাজ করে?
ক) IEEE 802.11
খ) IEEE 804.11
গ) IEEE 803.11
ঘ) IEEE 806.11

৬. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
ক) আমিষ খ) আয়োডিন
গ) স্নেহ ঘ) লৌহ

৭. pH হলো-
ক) এসিড নির্দেশক
খ) ক্ষার নির্দেশক
গ) এসিড ও ক্ষার নির্দেশক
ঘ) এসিড, ক্ষার ও নিরপেক্ষ নির্দেশক

৮. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
ক) বেকেরেল রশ্মি
খ) X রশ্মি
গ) গামা রশ্মি
ঘ) বিটা রশ্মি

৯. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে?
ক) অ্যালুমিনিয়াম
খ) সিলিকম
গ) প্লাস্টিক
ঘ) কোনোটিই নয়

১০. সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
ক) ২০০৪ খ) ২০০৬
গ) ২০০৩ ঘ) ২০০৮

১১. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
ক) তামা খ) সোনা
গ) রুপা ঘ) কার্বন

১২. কোন ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে?
ক) অড়হর খ) ছোলা
গ) খেসারি ঘ) মটর

১৩. ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান-
ক) ১৯৫৬ সালে
খ) ১৯৬১ সালে
গ) ১৯৬৪ সালে
ঘ) ১৯৬৯ সালে

১৪. মডেমের মধ্যে যা থাকে তা হলো-
ক) একটি মডুলেটর
খ) একটি কোডেক
গ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
ঘ) একটি এনকোডার

১৫. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
ক) ওয়াইম্যাক্স খ) সিমস
গ) ব্লু-টুথ ঘ) ব্রডব্যান্ড

১৬. মাশরুম এক ধরনের-
ক) অপুষ্পক উদ্ভিদ
খ) পরজীবী উদ্ভিদ
গ) ফাঙ্গাস ঘ) অর্কিড

১৭. পিতলের উপাদান হলো-
ক) তামা ও টিন
খ) তামা ও নিকেল
গ) তামা ও সিসা
ঘ) তামা ও দস্তা

১৮. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
ক) ঊষা খ) গোধূলি
গ) গুরুবৃত্ত ঘ) ছায়াবৃত্ত

১৯. কোলেস্টেরল এক ধরনের-
ক) অসম্পৃক্ত অ্যালকোহল
খ) জৈব এসিড
গ) পলিমার ঘ) অ্যামিনো এসিড

২০. মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে-
ক) ২৫ জোড়া
খ) ২৪ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২০ জোড়া

২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.খ ২.ক ৩.গ ৪.ক ৫.ক ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০.খ ১১.গ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper