ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বিজ্ঞান

ফাতেমা বেগম
🕐 ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ০৬, ২০১৯

পরিবেশদূষণ
প্রশ্ন : কোন ধরনের দূষণ থেকে এসিড বৃষ্টি হয়?
উত্তর : বায়ুদূষণ থেকে এসিড বৃষ্টি হয়।

প্রশ্ন : বায়ুদূষণের একটি কারণ লেখো।

উত্তর : যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুদূষণের একটি কারণ।

প্রশ্ন : পরিবেশ কিভাবে দূষিত হয়?
উত্তর : বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়।

প্রশ্ন : বর্তমান পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা কী?
উত্তর : বর্তমান পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশদূষণ।

প্রশ্ন : পরিবেশদূষণের অন্যতম প্রধান কারণ লেখো।
উত্তর : পরিবেশদূষণের অন্যতম প্রধান কারণ শিল্পায়ন।

প্রশ্ন : তিনটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।
উত্তর : তিনটি জীবাশ্ম জ্বালানির নাম-
i. তেল ii. প্রাকৃতিক গ্যাস iii. কয়লা

প্রশ্ন : বায়ুদূষণ পরিবেশের জন্য ক্ষতিকর। এ দূষণের তিনটি উেসর নাম লেখো।
উত্তর : বায়ুদূষণের তিনটি উৎস হলো-
i. যানবাহন ii. কলকারখানা iii. ইট ভাটা

প্রশ্ন : পানির অপর নাম জীবন। জীবের বেঁচে থাকার এ অপরিহার্য উপাদানটি কিভাবে দূষিত হয়?
উত্তর : পয়োনিষ্কাশন ও গৃহস্থালির বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়।

প্রশ্ন : মিজান নির্মল বায়ুতে এবং আসাদ দূষিত বায়ুতে বাস করে। আসাদের কী ধরনের রোগ হতে পারে?
উত্তর : আসাদ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।

প্রশ্ন : পরিবেশ সংসরক্ষণের প্রধান উপায় কী?
উত্তর : পরিবেশ সংরক্ষণের প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা।

প্রশ্ন : পানিদূষণের ফলে মানুষ কী কী রোগে আক্রান্ত হচ্ছে?
উত্তর : পানিদূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে।

সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper