ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি বিজ্ঞান

বিজ্ঞান

ফাতেমা বেগম
🕐 ৫:২৮ অপরাহ্ণ, জুলাই ০২, ২০১৯

প্রশ্ন : উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তিটি ব্যবহার করে?
উত্তর : তাপ

প্রশ্ন : খাদ্যে কোন শক্তিটি থাকে?
উত্তর : রাসায়নিক শক্তি

প্রশ্ন : আমরা যে খাবার খাই তার মধ্যে কী থাকে?
উত্তর : শক্তি

প্রশ্ন : বায়ুপ্রবাহ কী?
উত্তর : যান্ত্রিক শক্তি

প্রশ্ন : সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে আমরা কী বলি?
উত্তর : সৌরবিদ্যুৎ

প্রশ্ন : জ্বালানি তেল একটি অনবায়নযোগ্য সম্পদ। জ্বালানি তেলে কোন শক্তি সঞ্চিত থাকে?
উত্তর : রাসায়নিক শক্তি

প্রশ্ন : বিজ্ঞানীরা সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করছেন। এতে সূর্যের কোন শক্তি কাজে লাগানো হচ্ছে?
উত্তর : আলো

প্রশ্ন : শীতকালে ঘরের মধ্যে অতিরিক্ত ঠাণ্ডা অনুভূত হয়। এমন অবস্থায় ঠাণ্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কী করবে?
উত্তর : রুমের এক প্রান্তে হিটার জ্বালাবে

প্রশ্ন : অহনা ভোরের আকাশে সূর্য দেখে। এই সূর্য থেকে সে সরাসরি কী পায়?
উত্তর : খাদ্য

প্রশ্ন : মাল্টিপ্লাগে ইস্ত্রিরির তার লাগিয়ে দিলে ইস্ত্রিরি আস্তে আস্তে গরম হয়। এতে শক্তির কোন রূপান্তর ঘটে?
উত্তর : বিদ্যুৎশক্তি-তাপশক্তি

প্রশ্ন : তানিমের ডালিমগাছটি সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। গাছটির খাদ্য তৈরির সময় সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর : রাসায়নিকশক্তি

প্রশ্ন : কাপ্তাই জলবিদ্যুকেন্দ্রে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে কীভাবে শক্তির রূপান্তর ঘটে?
উত্তর : গতিশক্তি বিদ্যুৎশক্তিতে

প্রশ্ন : কাঠ পুড়িয়ে রান্নার সময় শক্তির কোন রূপান্তরটি ঘটে?
উত্তর : রাসায়নিক শক্তি-তাপশক্তি।

প্রশ্ন : পালতোলা নৌকা অধিকতর জোরে চলে কারণ কী?
উত্তর : বায়ুপ্রবাহেরশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়।

প্রশ্ন : পদার্থের পরমাণুগুলো নির্দিষ্ট অবস্থানে সাজানো থাকলে পদার্থের যে দশা হয় তার নাম কী?
উত্তর : কঠিন

প্রশ্ন : ঐতিহাসিক নিদর্শনগুলো থেকে আমরা কী জানতে পারি?
উত্তর : অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি।

প্রশ্ন : তমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটি ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে গিয়েছিল, যা রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। নিদর্শনটি কী নামে পরিচিত?
উত্তর : সোমপুর মহাবিহার নামে।

প্রশ্ন : এ বিহারের চারদিকে কতটি ভিক্ষু কক্ষ আছে?
উত্তর : ১৭৭টি।

সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper