ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর

ব্যবসায় উদ্যোগ

রুহুল আমীন
🕐 ৭:৪৭ অপরাহ্ণ, জুলাই ০১, ২০১৯

দশম শ্রেণি

প্রশ্ন : আমিনুল কোন পেশায় প্রশিক্ষণ নেন?
উত্তর : মোটরযান মেরামত।
প্রশ্ন : মানুষের বড় গুণ কোনটি?
উত্তর : উদ্যোগ গ্রহণ করা।

প্রশ্ন : কোনটি মানুষের সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে? 

উত্তর : উদ্যোগ।
প্রশ্ন : খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন কী? -ব্যবসায় উদ্যোগ।
প্রশ্ন : কে নিজের ভুল অকপটে স্বীকার করে?
উত্তর : প্রকৃত উদ্যোক্তা।

প্রশ্ন : আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা কীরূপ?
উত্তর : মুখস্থনির্ভর।
প্রশ্ন : উদ্যোক্তার একটি বিশেষ গুণ কী?- শিক্ষা গ্রহণ করা।
প্রশ্ন : মোট জাতীয় উৎপাদনের কত ভাগ আসে সেবা খাত থেকে?
উত্তর : ৫০ ভাগ।

প্রশ্ন : মোট জাতীয় উৎপাদনের কত ভাগ আসে কৃষি খাত থেকে?
উত্তর : ২০ ভাগ।
প্রশ্ন : যে কোনো দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে কে?
উত্তর : শিল্প।

প্রশ্ন : কীভাবে শিল্পসহ সব খাতেরই উন্নয়ন সম্ভব?
উত্তর : ব্যবসায়ের উদ্যোগের মাধ্যমে।
প্রশ্ন : কী কারণে আমাদের ব্যবসায়িক অগ্রযাত্রা ব্যাহত হয়?
উত্তর : প্রতিকূল পরিবেশের কারণে।
প্রশ্ন : অবকাঠামোগত সুবিধা কোনগুলো?
উত্তর : বিদ্যুৎ, গ্যাস ও পানি।

প্রশ্ন : ব্যাংক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে কোনটি নিশ্চিত হবে?
উত্তর : উদ্যোক্তার পুঁজির জোগান।
প্রশ্ন : প্রশিক্ষণের অভাবে সুযোগ থাকা সত্ত্বেও কোনটি নেওয়া সম্ভব হয় না?
উত্তর : সঠিক সিদ্ধান্ত।
প্রশ্ন : যে কোনো সময় কিসের চাহিদা হ্রাস পায়?
উত্তর : সরবরাহকৃত সেবার।
প্রশ্ন : কোন ব্যবসায় মুনাফা বেশি?
উত্তর : যে ব্যবসায় ঝুঁকি বেশি।

প্রশ্ন : সব সময় কী পরিমাণ ঝুঁকি গ্রহণ করতে হয়?
উত্তর : পরিমিত।
প্রশ্ন : আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা কীরূপ?
উত্তর : মুখস্থনির্ভর।
প্রশ্ন : বেকার সমস্যা বৃদ্ধি কী সৃষ্টি করে?
উত্তর : অনিশ্চিত ভবিষ্যতের।

প্রশ্ন : বাংলাদেশে আত্মকর্মসংস্থান পেশায় নিয়োজিত লোকের পরিমাণ কত?
উত্তর : শতকরা ৬০ ভাগ।
প্রশ্ন : নতুন সম্পত্তি স্থাপন ও বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ের জন্য কীরূপ সুবিধা?
উত্তর : সামাজিক।
প্রশ্ন : বাংলাদেশ কেমন দেশ?
উত্তর : উন্নয়নশীল।

প্রশ্ন : কর্মসংস্থানকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩ ভাগে।
প্রশ্ন : বাংলাদেশে কর্মসংস্থানের প্রধান উৎস কী?
উত্তর : আত্মকর্মসংস্থান।
প্রশ্ন : কোন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা অসীম?
উত্তর : আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে।
প্রশ্ন : সরকারি প্রতিষ্ঠানে চাকরির সংখ্যা কেমন?
উত্তর : নির্দিষ্ট।

প্রশ্ন : জাতীয় সমস্যার প্রধান শিকার কে? -যুব সমাজ।
প্রশ্ন : বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার অন্যতম কোনটি?
উত্তর : আত্মকর্মসংস্থান।
প্রশ্ন : ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে কিসের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে?
উত্তর : আত্মকর্মসংস্থানের।

প্রশ্ন : বেকার সমস্যা বৃদ্ধির ফলে এ সমস্যা জাতীয় জীবনে কিরূপ অবস্থা ধারণ করে?
উত্তর : ভয়াবহ রূপ।
প্রশ্ন : আত্মকর্মসংস্থান কী?
উত্তর : বেতন বা মজুরিভিত্তিক চাকরির বিকল্প ব্যবস্থা।
প্রশ্ন : প্রত্যেক দেশের জাতীয় অর্থনীতির প্রধান লক্ষ্য কী?
উত্তর : উপযুক্ত কর্মসংস্থান।

সিনিয়র শিক্ষক, সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper