ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ফাতেমা বেগম
🕐 ৫:১০ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯

প্রশ্ন : জন্মগতভাবে সব মানুষ কেমন?
উত্তর : স্বাধীন

 

প্রশ্ন : প্রত্যেকেরই কোনটির অধিকার রয়েছে?
উত্তর : শিক্ষার

প্রশ্ন : কোনটি সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে?
উত্তর : মানবাধিকার

প্রশ্ন : সুন্দর সমাজ প্রতিষ্ঠায় কোনটির বিকল্প নেই?
উত্তর : মানবাধিকার

প্রশ্ন : কোন ক্ষেত্রে আমরা মানবাধিকার আদায়ে বেশি কাজ করব?
উত্তর : জীবনের সব ক্ষেত্রে

প্রশ্ন : মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কত তারিখে অনুমোদন দেয়া হয়?
উত্তর : ১০ ডিসেম্বর

প্রশ্ন : মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কে অনুমোদন করেছে?
উত্তর : জাতিসংঘ

প্রশ্ন : সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার কী ধরনের অধিকার?
উত্তর : মৌলিক মানবাধিকার

প্রশ্ন : সব মানুষ জন্মগতভাবে স্বাধীন কী ধরনের অধিকার?
উত্তর : মৌলিক অধিকার

প্রশ্ন : প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার কোন ধরনের অধিকার?
উত্তর : মৌলিক মানবাধিকার

প্রশ্ন : কোনটি মৌলিক মানবাধিকার?
উত্তর : বিচার পাওয়ার অধিকার

প্রশ্ন : সম্পত্তির অধিকার কোন ধরনের অধিকার?
উত্তর : মৌলিক মানবাধিকার

প্রশ্ন : কোনটি মৌলিক মানবাধিকার?
উত্তর : নারী-পুরুষের সমান অধিকার

প্রশ্ন : কোনটি মানবাধিকার?
উত্তর : শিক্ষার অধিকার

প্রশ্ন : কোনটি মানবাধিকারবিরোধী কাজ?
উত্তর : শিশু পাচার

প্রশ্ন : কোনটি প্রধান মানবাধিকারের লঙ্ঘন?
উত্তর : নারী পাচার

প্রশ্ন : কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
উত্তর : অন্যের ক্ষতি করা

প্রশ্ন : আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে?
উত্তর : ১৮
প্রশ্ন : দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেয়া উচিত?
উত্তর : সত্য ও যোগ্য ব্যক্তি

সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper