ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ৩:১৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

১. ‘কোয়ান্টাম থিওরি’ কে প্রদান করেন?
ক. মার্ক প্লাঙ্ক
খ. আইনস্টাইন
গ. ভোমাগ
ঘ. গ্রাহামবেল

২. ডিজিটাল টেলিফোনের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রধান?
ক. বোতাম টিপে ডায়াল করা
খ. ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ
গ. অপটিক্যাল ফাইবারের ব্যবহার
ঘ. নতুন ধরনের মাইক্রোফোন
৩. উচ্চতা নির্ণয় করার যন্ত্রটির নাম কী?
ক. গ্যালভানোমিটার
খ. অলটিমিটার
গ. ক্যালরিমিটার
ঘ. টেনিসিমিটার
৪. পানির ফোঁটা পানির কোন বিশেষ গুণের জন্য গোলাকৃতি হয়?
ক. সান্দ্রতা
খ. স্থিতিস্থাপকতা
গ. প্লাবতা ঘ. পৃষ্ঠটান
৫. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-
ক. লেন্সের কাজ করে
খ. আতশী কাচের কাজ করে
গ. প্রিজমের কাজ করে
ঘ. দর্পণের কাজ করে
৬. যে ধর্মের জন্য দুটি পদার্থ একই জায়গা দখল করতে পারে না তাকে বলে-
ক. অভেদ্যতা খ. সংনম্যতা
গ. সংমন্যতা
ঘ. ভেদ্যতা
৭. রঙিন কাপড় ভিজালে উজ্জ্বল দেখায় কেন?
ক. রঙিন কাপড়ে রঙ বেশি থাকে বলে
খ. কাঁচা রঙ বেশি থাকে তাই
গ. রঙিন কাপড়ের ফাঁকে পানি কণাগুলো আলো বিকিরণ করে তাই
ঘ. কোনোটিই নয়
৮. নিচের কোনটি মৌলিক একক?
ক. ঘনমিটার খ. বর্গমিটার
গ. মিটার/সেকেন্ড ঘ. কিলোগ্রাম
৯. প্রকৃতিতে প্রাপ্ত ভারী মৌল কোনটি?
ক. দস্তা খ. নাইট্রোজেন
গ. ইউরেনিয়াম ঘ. লোহা
১০. সোনার জিনিসে মরিচা ধরে না কেন?
ক. সোনাতে কোনো লোহার উপাদান নেই বলে
খ. সোনা চকচকে তাই
গ. সোনা ভারী ধাতু
ঘ. সোনার উপাদান জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে না
১১. ক্রনোমিটার হল-
ক. দিক নির্ণয় যন্ত্র
খ. সময় মাপার যন্ত্র
গ. দূরত্ব মাপার যন্ত্র
ঘ. তরঙ্গ দৈর্ঘ্য মাপার যন্ত্র
১২. আলেয়া বা ভূত আসলে কী?
ক. এক ধরনের মিথেন গ্যাস
খ. ফসফিন
গ. এক ধরনের ঈড়২ গ্যাস
ঘ. সালফার ডাই-অক্সাইড
১৩. চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর তুলনায় কত?
ক. ৭ গুণ কম
খ. ৮ গুণ কম
গ. ৬ গুণ কম
ঘ. ৫ গুণ কম
১৪. তরলের ভর কেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র কিসের ওপর নির্ভরশীল?
ক. আঁধারের ওপর
খ. আর্দ্রতার ওপর
গ. ভরের ওপর
ঘ. পরিবেশের ওপর
১৫. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
ক. সাগর খ. হ্রদ
গ. নদী ঘ. বৃষ্টি
১৬. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
ক. ৭.৬ সেমি খ. ৭৬ সেমি
গ. ৭২ সেমি ঘ. ৭৭ সেমি
১৭. পূর্ণ দৃঢ় বস্তুর উদাহরণ কোনটি?
ক. প্লাস্টিক খ. কাঠ
গ. ইট ঘ. কাচ
১৮. রেললাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন?
ক. রেললাইনের দৈর্ঘ্য প্রসারণের কারণে
খ. লাইনের দৈর্ঘ্য কমে যায়
গ. রেলের চাকা বড় হয়ে যায়
ঘ. কোনোটিই নয়

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.ক ২.খ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.গ ১০.ঘ ১১.খ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.ক।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper